ব্রাউন সুগার সহ দুই মহিলা আটক: পূর্ব আগরতলা থানার বড় সাফল্য

Modern technology has become a total phenomenon for civilization, the defining force of a new social order in which efficiency is no longer an option but a necessity imposed on all human activity.

admin
1 Min Read

গোপন সূত্রে পাওয়া খবরে ভিত্তি করে আজ পূর্ব আগরতলা থানার পুলিশ একটি বড় মাদক বিরোধী অভিযান চালিয়ে বনকুমারী বাজার সংলগ্ন অটো স্ট্যান্ড এলাকা থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ দুই মহিলাকে আটক করতে সক্ষম হয়েছে।

 

ধৃত দুই মহিলা ব্যবসায়ীর নাম রোজনা বেগম ও পলসম বেগম, যাদের বাড়ি বিশালগড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, তারা আসাম থেকে ব্রাউন সুগার এনে ত্রিপুরায় পাচারের উদ্দেশ্যে প্রবেশ করেছিল।

 

অভিযানে নেতৃত্ব দেন পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ। দিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার ও সদর সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (SDPO) দেবপ্রসাদ রায়।

 

ধৃতদের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করে আজই আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশ

সুপার।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *