বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি

I have been using my new M1 MacBook Air for almost three months. The price/performance of Apple Silicon is excellent, but it's not all unicorns and rainbows.

admin
1 Min Read
9.7
Apple MacBook Pro
$1,149.99 at Amazon

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা সংস্থার পক্ষ থেকে সোমবার শিক্ষা অধিকর্তা এন.সি. শর্মার নিকট এক ডেপুটেশন পেশ করা হয়। সংস্থার রাজ্য কমিটির যুগ্ম আহ্বায়ক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল হকের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল এই ডেপুটেশনে অংশগ্রহণ করেন।

 

প্রতিনিধিদলের তরফে কিচেন গার্ডেন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল— প্রতিটি বিদ্যালয় ও মাদ্রাসায় কিচেন গার্ডেন গড়ে তোলার লক্ষ্যে হেলাম নার্সারী স্থাপন, যেখানে বিনামূল্যে ফুল, ফল, সব্জি ও ঔষধি উদ্ভিদের চারা বিতরণ করা হবে। পাশাপাশি, কিচেন গার্ডেনের উন্নয়নের জন্য আলাদা সেল গঠনের প্রস্তাব ও সেইসব বাগান পরিদর্শনের জন্য নির্দিষ্ট যানবাহনের ব্যবস্থার দাবিও জানানো হয়।

 

প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা ছিলেন সংস্থার রাজ্য কমিটির সদস্য পরীক্ষিৎ দে, হিরন্ময় রাম, মৌমিতা মজুমদার এবং সিপাহীজলা জেলা কমিটির কনভেনার দেবপ্রসাদ ভট্টাচার্য্য।

 

ডেপুটেশন গ্রহণের সময় শিক্ষা অধিকর্তা এন.সি. শর্মা দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে তা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস

দেন।

 

Apple MacBook Pro
9.7
Battery life 10
Performance from Apple M1 chip 10
Retina display 10
Keyboard and trackpad 10
USB-C ports 9
Design 9
Share This Article
Leave a review

Leave a Review

Your email address will not be published. Required fields are marked *