
Contents
২৮ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকছে শারদীয়া স্পেশাল ডেমো ট্রেন। ফলে দীপাবলি উৎসব উপলক্ষে উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরের যাতায়াতের জন্য যাত্রী ভিড় বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে আরেকটি স্পেশাল ডেমো ট্রেন চালু করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। প্রতিবছরই উদয়পুর মাতাবাড়িতে দীপাবলীর উৎসব উপলক্ষে যাত্রী ভীড় সামাল দিতে স্পেশাল ডেমো ট্রেনের ব্যবস্থা করে থাকে উত্তর পূর্বাঞ্চল রেল কর্তৃপক্ষ। এই বছর অবশ্য শনিবার পর্যন্ত দীপাবলি উৎসব উপলক্ষে ত্রিপুরার জন্য আলাদা কোন স্পেশাল ট্রেনের ঘোষণা করিনি রেল। ফলে যাত্রীদের সামাল দেওয়া নিয়ে দুশ্চিন্তায় পরেছে রাজ্য প্রশাসন। বিশেষ করে ত্রিপুরেশ্বরী মন্দির মেলা কমিটি এই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ও পরিবহনমন্ত্রী রাজ্যের বাইরে থাকায় শনিবার পর্যন্ত কোন উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। দীপাবলি উৎসব কমিটির পক্ষে মাতাবাড়ি এলাকার বিধায়ক অভিষেক দেবরায় জানান, ইতিমধ্যে আরেকটি স্পেশাল ডেমো ট্রেনের জন্য ফেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। পরিবহন মন্ত্রী রাজ্যের বাইরে রয়েছেন। তিনি রাজ্যে ফিরলেই রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেফাইনালএদিকে উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে, ১৮ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সকালের ধর্মনগর-আগরতলা এবং দুপুরের আগরতলা-সাব্রুম রুটের ডেমু ট্রেন পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে। এই ট্রেন পরিষেবা বন্ধ থাকলেও অন্যান্য ট্রেন সূচি অনুযায়ী চালু থাকবে। তবে, দীপাবলি উৎসবের আগে এই গুরুত্বপূর্ণ যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে চরম অসুবিধা দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে আরেকটি স্পেশাল ডেমো ট্রেন চালু করার উদ্যোগ নিয়েছে প্রশাসন।
