
Contents
এ বছর বিহারে দুই দফায় বিধানসভা নির্বাচন। ৬ নভেম্বর প্রথম দফা এবং ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে বিহারের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন এবং ১৪ নভেম্বর ভোট গণনা ও ফলাফল ঘোষণা। এর আগে বিহার বিধানসভা নির্বাচনের ভোট প্রচারে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ভোট প্রচারের লক্ষ্যে শনিবার চম্পারনে মনোনয়ন পত্র দাখিল উপলক্ষে আয়োজিত জনসমাবেশে ভাষণ দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। সমাবেশে কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি ও এন ডি এ নেতৃত্বের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজ ভাষণে দৃঢ়তার সঙ্গে বলেন, বিহার বিধানসভা নির্বাচনে এন ডি এ’র পক্ষের চমৎকারী ফলাফল হবে।শুধু তাই নয়, রাজ্যের ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতির কথা তুলে ধরে, বিহার ভারতের আত্মা, বলে তিনি নিজ ভাষণে অভিমত ব্যক্ত করেন।চম্পারনে এন ডি এ প্রার্থীরা নয়টি আসনে জয়লাভ করবে, সে আশা ব্যক্ত করে, তিনি ত্রিপুরা সুন্দরী মায়ের আশীর্বাদ নিয়ে বিহার এসেছেন, বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।পাশাপাশি বর্তমান রাজ্য সরকারের আমলে ত্রিপুরায় যে সমস্ত উন্নয়ন হয়েছে এই উন্নয়নের দিক নিদর্শন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এছাড়া মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে বিহারে যে সমস্ত উন্নতি হয়েছে তিনি এর ভূয়সী প্রশংসা করেন। সর্বোপরি বিহার বিধানসভা নির্বাচনে এন ডি এ’র পক্ষে চমৎকারী ফলাফল হবে, বলে দৃঢ়তার সঙ্গে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।শুধু তাই নয়, বিহারের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরে, তিনি বিহারকে ভারতের আত্মা, বলে অভিহিত করলেন এবং এক্ষেত্রে ভোট প্রচারে তিনি ত্রিপুরা সুন্দরী মায়ের আশীর্বাদ নিয়ে বিহারে এসেছেন, বলে তিনি জনসমাবেশে নিজ ভাষণে জানিয়েছেন। এমনকি বিহারকে তার সেকেন্ড হোম বলে আবেগের সুরে জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
