ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত প্রথম ডিভিশন ফুটবল আসরে অংশ নেবে নাইন বুলেটস। আসরে নামার আগে শুক্রবার রথ যাত্রার দিনে বার পূজা দেওয়া হয়।আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে এই বার পূজা হয়। এবছর কোচ হিসেবে রয়েছেন রাজীব ঘোষ। রাজ্য ও বহিঃরাজ্যের জুনিয়র ফুটবলারদের নিয়ে দল গঠন করেছে নাইন বুলেটস ক্লাব। কোচ জানান, ভালো খেলা উপহার যাতে দেওয়া যায় সেইও চেষ্টা থাকবে। অনুশীলনে খেলোয়াড়রা খুব তাড়াতাড়িই মাঠে নামবে। দল ভালো খেলবে বলে আশাবাদী কোচ। এদিকে ক্লাবের এক কর্মকর্তা জানান, জুনিয়রদের দিকেই জোর দেওয়া হয়েছে। ড্রাগস নয়, একমাত্র ফুটবল- এই লক্ষ্য নিয়েই জুনিয়দের নিয়ে দল গঠন করা হয়েছে। আশা দল ভালো খেলবে।