বিগত ত্রিশ চল্লিশ বছরে ত্রিপুরা অনেক পিছিয়ে ছিল। ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরাকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। সচিবালয়ে পর্যালোচনা বৈঠকে অংশ নিয়ে একথা বললেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষান রেড্ডি। বৈঠকে পৌরহিত্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
মঙ্গলবার সচিবালয়ের ২নং কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার পৌরহিত্যে ও কেন্দ্রীয় সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক তথা পর্যটন ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী জি কিষান রেড্ডির উপস্থিতিতে উন্নয়ন কর্মকাণ্ডের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিতিত ছিলেন। সেই সঙ্গে রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। বৈঠক সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখী হয়ে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষান রেড্ডি বলেন ভারত সরকারের যে সব প্রকল্প ত্রিপুরায় চালু রয়েছে এই সব প্রকল্পের কাজ কতটুকু সম্পন্ন হয়েছে কতটা বাকী রয়েছে এ নিয়ে আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরাকে উন্নত রাজ্য হিসেবে গড়ে তুলতে চায়। এই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করছে ডোনার মন্ত্রক। বিরোধীদের কটাক্ষ করে জি কিষান রেড্ডি বলেন,বিগত ত্রিশ চল্লিশ বছরে ত্রিপুরা অনেক পিছিয়ে ছিল। ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরাকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে।
পর্যালোচনা বৈঠক সম্পর্কে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন সব দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক হয়েছে। কোন দপ্তর কাজে কতটা সফলতা পেয়েছে এবং আগামী দিনে এই সব দপ্তরের কিকি পরিকল্পনা রয়েছে এনিয়েও আলোচনা হয়েছে পর্যালোচনা বৈঠকে।
পর্যালোচনা বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীর গৌরবোজ্জ্বল উপস্থিতিতে বিভিন্ন প্রকল্পের ভার্চুয়্যাল উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।