আগামী ২ মাচ হাইভোল্টেজ ত্রয়োদশ রাজ্য বিধানসভা নির্বাচনের ভোটগননা।রাজ্যের ২১টি কেন্দ্রে একই সাথে চলবে ভোট গননার কাজ।সোনামুড়া মহকুমার চারটি বিধানসভা কেন্দ্রের ভোট গননা হবে মোট ৪৪টি টেবিলে।এদিন মহকুমার সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় সোনামুড়া মহকুমা শাসক মানিক লাল দাস এই সঙবাদ জানান।এদিকে সাব্রুম মহকুমা শাসকের কার্যালয়ে ৩৯ মনু এবং ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের ভোট গননা করা হবে।
সোনামুড়া মহকুমার চারটি বিধানসভা কেন্দ্র রয়েছে।এগুলি হল ২০ বক্সনগর, ২১ নলছড়, ২২ সোনামুড়া এবং ২৩ ধনপুর।এই চারটি বিধানসভা কেন্দ্রের ইভিএম গুলি সোনামুড়া দ্বাদশ শ্রেনী বালিকা বিদ্যালয়ের স্ট্রঙ রুমে রয়েছে।এই চারটি বিধানসভা কেন্দ্রের ভোট গননার অন্য মোট ৪৪টি টেবিলের ব্যবস্হা করা হয়েছে।এর মধ্যে বক্সনগর বিধানসভা কেন্দ্রের ভোট গননা হবে ১০টি টেবিলে,নলছড় কেন্দ্রের ভোট গননা হবে ১২টি টেবিলে,সোনামুড়া কেন্দ্রের ভোট গননা হবে ১০টি টেবিলে এবং ধনপুর বিধানসভা কেন্দ্রের ভোট গননা হবে ১২টি টেবিলে।এদিন সোনামুড়া মহকুমার মহকুমা শাসক মানিক লাল দাস এই তথ্য জানান।
দিকে সাব্রুম মহকুমা শাসকের কার্যালয়ে দুইটি বিধানসভা কেন্দ্রের ভোট গননা করা হবে।এই দুই বিদানসভা কেন্দ্র গুলি হল ৩৯ – উপজাতি সংরক্ষিত মনু এবং ৪০ সাব্রুম।ভোট গননা কে কেন্দ্র করে সাব্রুম মহকুমা শাসকের কার্যালয়ে ত্রিস্তরিয় নিরাপত্তা বলয়ের ব্যবস্হা করা হয়েছে।