১৬ জন কুখ্যাত ডাকাত দল গ্রেপ্তারের পরও রাজধানীতে চোরের উপদ্রব বেড়েই চলছে।নিষিকুটুম্বদের হাত থেকে রেহাই পাচ্ছেনা দেবালয়ও। সোমবার রাতে পূর্ব থানাধীন মধ্য ডুকলী ঘোষপাড়া কালীমন্দিরের শাটার ভেঙ্গে স্বর্ণালংকার সহ লক্ষাধিক টাকা নিয়ে পালায় চোরের দল।একই রাতে বটতলা ফাড়ি সংলগ্ন এলাকায় ৯টিফলের দোকানে চুরির ঘটনা ঘটে।এদিকে মঙ্গলবার দিন দুপুরে এক বাড়িতে চুরি করতে এসে জনতার হাতে আটক এক চোর।এই ঘটনায় রাজধানীর প্যালেস কম্পাউন্ড এলাকায় চাঞ্চল্য ছড়ায় ।
রাজধানীর কামার পুকুর পাড়স্হিত শিবমন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই পূর্ব থানাধীন আরো এক দেবালয়ে হানা দিল নিষিকুটম্বের দল।এবারের ঘটনা মধ্য ডুকলি ঘোষপাড়া কালীমন্দিরে।সোমবার গভীর রাতের কোন এক সময়ে চোরের দল কালী মন্দিরের পেছনের দড়জার লোহার শাটার ভেঙ্গে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে এবং কালী মায়ের স্বর্ণালঙ্কার সহ দান বাক্স ভেঙ্গে সব টাকা নিয়ে পালিয়ে রায়।মঙ্গলবার সকালে মন্দিরে চুরির ঘটনাটি এলাকাবাসীর নজরে আসে।চুরির ঘটনাটি পূর্ব থানায় জানানো হয়।খবর পেয়ে ছুটে আসে পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এই প্রসঙ্গে এলাকার এক যুবক জানান,চোরের দল লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার সহ দান বাক্স থেকে প্রায় ২০/২৫ হাজার টাকা নিয়ে গেছে।পুলিশ প্রশাসনের সক্রিয়তার পরও এভাবে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় বিষ্ময় প্রকাশ করেন তিনি।
সোমবার রাতে বটতলা পুলিশ ফাড়ির নাকের ডগায় ফুটপাতের ৯টি ফলের দোকানে চুরি হয়।চোরের দল ফুটপাতে থাকা ফলের দোকান থেকে যাবতীয় ফল,খুচরো টাকা পয়সা নিয়ে রায়।মঙ্গলবার সকালে দোকান খুলতে গিয়ে চুরির ঘটনা ফল ব্যবসায়ীদের নজরে আসে।এক ফল বিক্রেতা জানান,তাদের দোকানের দুশ হাত দূরে বটতলা পুলিশ ফাড়ি অবস্হিত।এরকম একটি স্হানে পর পর ৮/৯টি দোকানে চুরির ঘটনা ঘটবে তা ভাবতেই অবাক লাগে।
এদিকে দিন দুপুরে এক বাড়িতে চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়ল এক চোর।ঘটনা রাজধানীর প্যালেস কম্পাউন্ড এলাকায়।স্হানীয়রা উত্তম মধ্যম দিয়ে চোরটিকে পুলিশের হাতে তুলে দেন।প্রকাশ্য দিবালোকে এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়ায় ।