হালকা একটা ক্লিক। টুপুস করে ছবি। মুহূর্তটা ক্যামেরাবন্দি। পোশাকি ভাবে বললে মোবাইলে লোড। ঠিক পরমুহূর্তেই ফেইসবুক, স্ট্যাটাসে আপডেট। যুবক যুবতীদের এই ট্রেন্ডটা সত্যি অসাধারণ। হাঁপানিয়া স্থিত বইমেলা প্রাঙ্গনের ঠিক পাশেই মনোরম একটি জায়গায় দারুন ভিড় লক্ষ্য করা গেল মঙ্গলবার রাতে। প্রত্যেক যুবক যুবতীই মশগুল রয়েছে তাদের নিজস্ব ভাবনায়। সঙ্গে ছবি ও উঠছে। সবার হাতে হাতে এখন এনড্রয়েড মোবাইল। টুপুস,টুপুস ক্লিক। একদিকে বইমেলা প্রাঙ্গনে বই পিপাসুদের ভিড় তো অপরদিকে এই পার্কে যুবক যুবতীদের ভিড়।এমবিএনস।।।। বাহারি দোকান। নিত্য নতুন খাবারের পসরা নিয়ে দোকানিরা প্রস্তুত। তবে লক্ষ্যনীয় যে বিষয়টা তা হলো, ইউথদের বইমেলার আয়োজক কমিটির প্রতি একটা অনুরোধ। যা ই নিউজ ভেনগার্ডের মাধ্যমে যুবারা তুলে ধরলেন আয়োজকদের উদ্যেশ্যে। তা হলো বইমেলা প্রাঙ্গণে বিশেষ করে একটা সেলফি পয়েন্ট দরকার। তৎসঙ্গে আরেকটু অধিক লাইটের ব্যবস্থাপনা। তাহলে নাকি খুবই ভালো হবে। এমনিতে বাকি সব আয়োজন দারুণ।আরেকজন কলেজ ছাত্রও। সে রাজ্য সরকারের কাছে আবেদন করলো একটা সেলফি পয়েন্টের।। বইমেলা উপলক্ষে এক যুবক প্রথমবার এলো হাঁপানিয়া প্রাঙ্গণে। এসে সে ও সোজা চলে গেল পার্কে।
আয়োজকদের এখন ভাবা দরকার, যুবাদের সেলফি পয়েন্টের আবদার সহ লাইটের বিষয়টা। কি বলেন আপনারা। নিউজ ভেনগার্ডের তরফে এই প্রতিবেদন যুবক,যুবতীদের নিয়ে।।
বইমেলা প্রাঙ্গণে একটা সেলফি পয়েন্টের আবদার করলো ইউথরা। বাকি সব আয়োজন ঠিকঠাক তাদের মতে। তবে একটা সেলফি পয়েন্ট হলে আরো চার চমক লেগে যাবে এবারের বইমেলায় বলেই ধারণা যুবক যুবতীদের। নিউজ ভেনগার্ডের ক্যামেরায় এই আবেদন করলেন যুবক যুবতীরা বইমেলা প্রাঙ্গণের পার্ক থেকে।