পনির্বাচনে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন এর জয়ে বাড়তি অক্সিজেন পেয়েছে কংগ্রেস কর্মীরা। এদিন আইজিএম হাসপাতালের সামনে উপস্হিত কংগ্রেস কর্মীদের শরীরী ভাষায় এমনটাই প্রকাশ পেয়েছে। সুদীপ রায় বর্মনের জয়ে 8 টাউন বড়দোয়ালী কেন্দ্রের বিজিত কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা জানান, এই জয়ে বিধানসভায় কংগ্রেসের দরজা খুলল ।2023 সালের সাধারণ নির্বাচনে মহাকরণের দরজা খুলতে যাচ্ছে কংগ্রেস।
https://www.youtube.com/watch?v=9nB9Ii6sbpA
উপনির্বাচনে 6 আগরতলা কেন্দ্রে জয় পেয়েছে কংগ্রেস দল। কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন 6 আগরতলা বিধানসভা নির্বাচন কেন্দ্রে 3163 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এদিন সকাল আটটা থেকে উমাকান্ত একাডেমির এক নম্বর কাউন্টিং হলে 6 আগরতলা কেন্দ্রের ভোট গণনা শুরু হয় । ইভিএমে ভোট গণনার প্রথম রাউন্ড থেকেই এই কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার অশোক সিনহা কে পেছনে ফেলে এগিয়ে যেতে শুরু করেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন। মাইকিং এ রিটার্নিং অফিসারের এই ঘোষণার পর থেকেই আইজিএম হাসপাতালের পুরনো প্রবেশদ্বারের সামনে উপস্হিত কংগ্রেস কর্মী সমর্থকরা সুদীপ রায় বর্মন এর সমর্থনে স্লোগান দিতে শুরু করে।
রপর গণনার রাউন্ড যত এগোতে থাকে ততই বাড়তে থাকে সুদীপ রায় বর্মন এর জয়ের ব্যবধান। শেষ পর্যন্ত অষ্টম রাউন্ডে গননায় কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন নিকটতম বিজেপি মনোনীত প্রার্থী ডাক্তার অশোক সিনহাকে 3163 ভোটে পরাজিত করেন। ইভিএমের আট রাউন্ড গণনা শেষে কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন পান 17,241টি ভোট। এর সাথে পোস্টাল ব্যালটে আরো 190 টি ভোট যোগ হয়ে সুদীপ রায় বর্মন এর প্রাপ্ত ভোটের পরিমাণ দাঁড়ায় 17431 ভোট। অপরদিকে বিজেপি মনোনীত প্রার্থী ডাক্তার অশোক সিনহা ইভিএম মেশিনে ভোট পান 14039 টি। পোস্টাল ব্যালটে ভোট পান 229 টি। ফলে বিজেপি প্রার্থী ডাক্তার অশোক সিনহার প্রাপ্ত ভোট ভোটের পরিমাণ দাঁড়ায় 14268 ভোট। একদিন ফলাফল ঘোষণার পর রিটার্নিং অফিসারের কাছ থেকে জয়ের শংসাপত্র নিয়ে গণনা কেন্দ্রের বাইরে বেরিয়ে আসেন কংগ্রেস পার্টি সুদীপ রায় বর্মন। কংগ্রেসের কর্মী সমর্থকরা তাকে অভিনন্দন জানান। নবনির্বাচিত বিধায়ক সুদীপ রায় বর্মন এর সাথে ছিলেন আটটাউন বদদোয়ালি কেন্দ্রের বিজিত কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা। দুই নেতাকে নিয়ে কংগ্রেস কর্মী সমর্থকরা মিছিল করে কংগ্রেস ভবনে আসে। কংগ্রেস ভবনের সামনে সুদীপ রায় বর্মন বিজয় সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে 8 টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী আশীষ কুমার সাহা জানান এই বিরাট জয়ে বিধানসভায় দরজা খুললো কংগ্রেস এবং এর মধ্য দিয়ে 2023 সালের সাধারণ নির্বাচনে মহাকরণের দরজা খুলতে যাচ্ছে দল।
এদিন কংগ্রেস ভবনের সামনে আশীষ কুমার সাহা ও সুদীপ রায় বর্মন কে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন কংগ্রেস কর্মী সমর্থকরা। কংগ্রেস ভবনে উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা সহ অন্যান্য নেতৃবৃন্দ সুদীপ রায় বর্মন কে অভিনন্দন জানান। সুদীপ রায় বর্মন কে অভিনন্দন জানান, কংগ্রেস ভবনের সামনে জড়ো হওয়া কংগ্রেস কর্মী সমর্থকরাও।
News Vanguard