সাময়িক বরখাস্ত ভারতীয় মহিলা জিমন্যাসটিক্সের আইকন দীপা কর্মকার। এই খবরে তোলপাড় গোটা দেশ। কিন্তু কেন আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশন বরখাস্ত করলো সোনার মেয়েকে দীপা কর্মকারকে। এর পেছনে কী রহস্য? শোনা যাচ্ছে রিও অলিম্পিক থেকে ফেরার পর দীপা পায়ের সমস্যায় কোনও আসরে অংশ নেননি। ফলে ডোপ টেস্ট করা হয়নি। আন্তর্জাতিক আসরে অংশ নেওয়া প্রত্যেক জিমন্যাস্টের ডোপ টেস্ট করানো হয় আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশনের পক্ষ থেকে। গেলো সেপ্টেম্বরে জাতীয় শিবিরে গিয়েছিলেন দীপা সহ রাজ্যের ৪ জন জিমন্যাস্ট। প্রথম ট্রায়ালে সর্বোচ্চ স্থানে ছিলো দেশের গর্ব জিমন্যাস্টটি। এরপর আর দ্বিতীয় শিবিরে যোগ দেননি। প্রাপ্ত খবরে এই সময়ই আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশন থেকে দীপা সহ বিভিন্ন দেশের বেশ কয়েকজন জিমন্যাস্টকে ডোপ টেস্টে ডাকা হয়েছিলো। কিন্তু সেই টেস্ট করাতে যাননি দীপা। তারপরও তিনবার সুযোগ দেওয়া হয়েছিলো দীপাকে ডোপ টেস্ট করানোর জন্য। তবে টেস্ট সে করেনি। এর জেরেই আপাতত বরখাস্ত করা হল দীপাকে। তবে আগামীদিনে যদি ডোপ টেস্ট করে নেয় দীপা এবং তাতে যদি উত্তীর্ণ হয়, তখনই বরখাস্ত তুলে দেওয়া হবে আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশন থেকে। দীপা সহ আরও ২ জনকে বরখাস্ত করেছে ফেডারেশন। তবে প্রশ্ন হলো দীপার এই করুণ পরিস্থিতির জন্য দায়ি কে।। কারন দীপার জন্য সবকিছুই তার কোচ। তাহলে কেন তিনি দীপাকে ডোপ টেস্টে পাঠাননি ? প্রশ্ন উঠা স্বাভাবিক। এর দায়ভার কী এড়াতে পারবেন দ্রোণাচার্য কোচ। সব মিলিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।