শিক্ষামন্ত্রী রতন লাল নাথের হাত ধরে মোহনপুরে এস ও এস টি সেন্টার এর উদ্বোধন। যারা শিরার মাধ্যমে ড্রাগ্স নিয়ে থাকে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এই সেটার কাজ করবে উদ্বোধনী অনুষ্ঠানে বললেন শিক্ষামন্ত্রী। নেশা মুক্ত রাজ্য গড়তেই প্রশাসনের এই প্রয়াস।
মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথের হাত ধরে উদ্ভোদন করা হল এস ও এস টি সেন্টার। সেটেলাইট ওপিড সাবস্টিটিউশন থেরাপি সেন্টার সংক্ষেপে এস ও এস টি সেন্টার এর মাধ্যমে যারা শিরার মাধ্যমে ড্রাগ্স নিয়ে থাকে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই সেটার বিশেষ ভাবে কাজ করবে। প্রদীপ প্রজ্জ্বল ন করে অনুষ্ঠানের সূচনা করেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্য অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, নেশা জাতীয় দ্রব্য গোটা সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এর থেকে কিভাবে বাঁচানো যায় সেই লক্ষ্যকে সামনে রেখেই এই ধরনের সেন্টার করা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, এখন দারিদ্রতা রাজ্যের মানুষের কাছে চ্যালেঞ্জ না। দারিদ্রতা অনেকটাই কমে এসেছে। পাঁচ বছরে রাজ্য অনেকাংশেই এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য,পানীয় জলের ব্যবস্থা বেকারদের কর্ম সংস্থান সব কাজই দ্রুততার সঙ্গে হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, রাজ্য সরকার ত্রিপুরাকে নেশা মুক্ত করার জন্য কাজ করে চলেছে। যাতে করে রাজ্যের ছেলেরা নেশা মুক্ত থাকতে পারে এই ল ক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলেছে বিজেপি আই পি এফ টি জোট সরকার। শিক্ষা মন্ত্রী তার চিরাচরিত স্বভাব অনুযায়ী মোহনপুরের কত জন যুবক এই নেশার সঙ্গে যুক্ত তার তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশীষ বসু, এইডস কন্ট্রোল এর প্রজেক্ট ডিরেক্টর শঙ্কর দাস সহ অন্যান্যরা। রাজ্যে এর আগে ১৫ টি এই ধরনের সেন্টার চালু হয়েছে। এখন তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ টা।