শিক্ষক দিবসের পূর্বে রাজ্যের স্কুলগুলিতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের দাবি জানাল sfi Tsu।আর তা না হলে গোটা রাজ্যে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি বাম ছাত্র সংগঠন এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেবের।সংশ্লিষ্ট ইস্যুতে এদিন রাজধানীতে বাম ছাত্র সংগঠন বিক্ষোভ মিছিল শেষে শিক্ষা মন্ত্রীর কুশ পুত্তলিকা দাহ করে ।
আচমকা শনিবার সকালে রাজধানীস্থিত শিক্ষামন্ত্রী রতন লালন নাথের বাসভবন ঘেরাও করে টেট উত্তীর্ণরা। আন্দোলনকারীদের দাবি অবিলম্বে টেট উত্তীর্ণদের নিয়োগ করতে হবে।কারণ রাজ্যের বিদ্যালয় গুলি প্রয়োজনীয় শিক্ষকের অভাবে ধুকছে। যাই হোক ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় পুলিশ এবং পুলিশের টানা হ্যাচরা ইত্যাদির মধ্য দিয়ে শেষ পর্যন্ত এদিন কার মত আন্দোলনের ইতি ঘটে। এদিন বিকেলে রাজ্যের বিদ্যালয় গুলিতে শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে বাম ছাত্র সংগঠন এসএফআই ও টিএসইউ। মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে শিক্ষা মন্ত্রীর কুশ পুত্তলিকা দাহ করে।
এদিন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব হুঁশিয়ারি দিয়ে বলেন শিক্ষক দিবসের পূর্বেই রাজ্যের বিদ্যালয়ে গুলিতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে।তা না হলে গোটা রাজ্যব্যাপী গড়ে তোলা হবে বৃহত্তর আন্দোলন।
উল্লেখ্য রাজ্যের বিদ্যালয় গুলিতে শিক্ষক-স্বল্পতার বিষয়টি স্বীকার করেছেন রাজ্যের শিক্ষা দপ্তর। তবে এই বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ আশ্বস্ত করেছেন ধাপে ধাপে উত্তীর্ণদের নিয়োগ করা হবে।