নেশাকারবারীর বাড়িতে পুলিশি অভিযান। উদ্ধার প্রচুর পরিমাণ ফেন্সিডিল।ঘটনা সোমবার দুপুরে
রাজধানীর গান্ধীঘাট রামকৃষ্ণ মিশন রোডে। তিন নেশাকারবারীকে জালে তুলল পুলিশ।ধৃতরা হলো বিশ্বজিৎ চক্রবর্তী ,অভিজিৎ চক্রবর্তী এবং
টিটু শর্মা।
শহরের উপকণ্ঠে গান্ধীঘাট স্থিত প্রাক্তন তথা প্রয়াত মুখ্যমন্ত্রী সুধীর মজুমদারের বাড়ির ঠিক উলটো দিকে নেসা কারবারী বিশ্বজিৎ চক্রবর্তীর বাড়িতে মজুত ছিল এই সব নেশা সামগ্রী। ফেন্সিডিলে ছয়লাফ তার পুরো বাড়ি। খবর পেয়ে গেল পুলিশ। খবর দেয় একজন শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ জনগণ। তার সন্দেহ হয় এতগুলো প্যাকেট দেখে। খবর পাওয়া মাত্রই এসডিপিও অজয় কুমার দাস পশ্চিম থানার ওসি এবং মহিলা পুলিশকে নিয়ে অভিযান চালায় নেশা কারবারী বিশ্বজিৎ চক্রবর্তীর বাড়িতে। অভিযান চালিয়ে প্রচুর পরিমান ফেন্সিডিল উদ্ধার করলো পুলিশ। এমবিএনস।।। তৎক্ষণাৎ নেশা কারবারির ছেলেকে পেয়ে যায় পুলিশ। তাকে সঙ্গে সঙ্গেই আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির পেছন দিয়ে বিস্বজিত চক্রবর্তী এবং তার এক সাগরেদ পালিয়ে যাবার চেষ্টা করে। তবে পালিয়ে আর শেষ রক্ষা হলো না তাদের। দুজনেই জালে তুললো পুলিশ।
ধৃতরা হলো বিশ্বজিৎ চক্রবর্তী, অভিজিৎ চক্রবর্তী এবং টিটু শর্মা। তিনজনের বিরুদ্ধে মামলা নিলো পুলিশ। প্রশ্ন হলো, শহরের মধ্যে এত পরিমান নেশা সামগ্রী এলো কোথা থেকে। এর পেছনে আরো বড় নেটওয়ার্ক রয়েছে নিশ্চয়ই। না হলে দিনে দুপুরে এত পরিমাণ নেশা সামগ্রী এলো কিভাবে তার বাড়িতে। এর সঙ্গে আরও কে কে যুক্ত রয়েছে তার তদন্ত এখন করবে পুলিশ বলেই জানালেন সদরের এস ডিপিও অজয় কুমার দাস।