রাজ্যে অবাদে প্রবেশ করছে রুহিঙ্গা। যা প্রশাসনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার ত্রিশাবাড়ি রেলস্টেশন থেকে আটক শিশু ও মহিলা সহ পাঁচ রোহিঙ্গা অনুপ্রবেশকারী। পুলিশ ও বিএসএফ যৌথভাবে অভিযান চালিয়ে তাদেরেকে আটক করে। তাদেরকে খোয়াই আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ থেকে বা আশেপাশের রাজ্যগুলি থেকে ত্রিপুরায় অবাদে প্রবেশ করছে রোহিঙ্গা। যা প্রশাসনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দালাল চক্রের হাত ধরে প্রায় প্রতিদিনই রুহিঙ্গা প্রবেশ করছে রাজ্যে।কিছু কিছু পুলিশ বা নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পড়লেও অধিকাংশই দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। এবার তেলিয়ামুড়া মহকুমার ত্রিশা বাড়ী রেল ষ্টেশন থেকে শিশুও মহিলাসহ আটক পাঁচ রোহিঙ্গা অনুপ্রবেশকারী। তারা ষ্টেশনে রেলের জন্য অপেক্ষা করছিল। তাদের দেখেই পুলিশের সন্দেহ জাগে। এর পরেই পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে বাংলাদেশ থেকে দালাল চক্রের হাত ধরে তারা ত্রিপুরায় প্রবেশ করে। ধৃতরা হল মোহাম্মদ রশিদ, পারমিন বেগম, মোহাম্মদ উসমান ও খাইরুল আমিন সহ২ বছরের শিশু একটি কন্যা। তারা ত্রিশা বাড়ি থেকে ব্যাঙ্গালুরুতে যাচ্ছিল বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।
তাদের তেলিয়ামুড়া জিআরপি পুলিশ এবং বিএসএফ ইন্টালিজেন্স ব্রাঞ্চের কর্মীরা জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে তারা ভারতের ত্রিপুরার বিশালগড় বর্ডার সংলগ্ন এলাকা দিয়ে রাজ্যে প্রবেশ করেছে। মূলত তাদের গন্তব্য স্থল ছিল ব্যাঙ্গালুরু। মঙ্গলবার তাদেরকে খোয়াই আদালতে সোপর্দ করা হয়েছে।