রাজ্যের বেকারদের চাকুরি প্রদানের দাবীতে এবার রাস্তায় নেমেছে বামপন্থী যুব সংগঠন DYFI এবং TYFI । রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে হয়েছে সভা। সেই সভায় নেতৃত্ব দিয়েছেন দুই যুব সংগঠনের রাজ্য নেতা।
অবিলম্বে জেআরবিটি’র ফলাফল প্রকাশ করা,
টেট উত্তীর্ণ সকলকে নিয়োগ, সমস্ত শূন্য পদ পূরণ সহ এক গুচ্ছ দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলার রাজপথে মিছিল ও সভা করল বামপন্থী দুই যুব সংগঠন DYFI ও TYFI। উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব, রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। মিছিল মেলার মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে এসে সভায় মিলিত হয়।
পথসভায় ভাষণ দিতে গিয়ে ডিওয়াইএফআই’র রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, রাজ্য সরকার ত্রিপুরার বেকার দের জীবন নিয়ে ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করে চলেছে। জে আর বি টি’র পরীক্ষা নিলেও আজ পর্যন্ত ফলাফল প্রকাশ করছে না। অথচ এই পরীক্ষা দিতে রাজ্যের বেকার যুবক যুবতীরা ৬০ কোটি টাকা ব্যয় করেছে। ইচ্ছা কৃতভাবেই এই পরীক্ষার ফলাফল প্রকাশ করছে না। টেট উত্তীর্ণ সমস্ত বেকারদের অবিলম্বে নিয়োগের দাবী জানিয়েছেন নবারুন দেব।
পথসভায় ভাষণ দিয়েছেন যুব নেতা পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব।