রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা মোতাবেক বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পুর ও নগর পঞ্চায়েতের ভোটগ্রহণ শুরু হয় এদিন ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার পর থেকেই বিরোধী দলগুলি একে একে ভোট গ্রহণ পর্বে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করে। একসময় রাজ্যের প্রধান বিরোধী দল বামেরা আগরতলা প শ্চিম থানা ঘেরাও করে। বামেদের ঘেরাও আন্দোলনে অংশ নিয়ে বাম নেতা পবিত্র অভিযোগ করেন বহিরাগত বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা গোটা পুর নিগম এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে।ফলে গোটা নির্বাচনই প্রহসনে পরিণত হয়েছে
এদিন আগরতলা পুর নিগম নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ অভিযোগে রাজধানীর পূর্ব থানা ঘেরাও করে তৃণমূল কংগ্রেসও। প্রদেশ তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির কনভেনার সুবল ভূমিক অভিযোগ করেন, বিজেপি আশ্রিত বহিরাগত দুস্কৃতিকারীরা তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে। এই ক্ষেত্রে পুলিশ ছিল নিষ্ক্রিয়