রাজধানীর লক্ষ্মী নারায়ণ বাড়ি রোডে শ্রীকৃষ্ণ মন্দির সংলগ্ন এলাকায় ড্রেনের জলে ভাসমান অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর। মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্মার্ট সিটিতে চাঞ্চল্য। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে।
সাত সকালে রাজধানীর লক্ষ্মী নারায়ণ বাড়ি রোডে শ্রীকৃষ্ণ মন্দির সংলগ্ন এলাকায় ড্রেনের জলে ভাসমান অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর। সোমবার প্রাতঃ ভ্রমণে আসা লোক জন ড্রেনের মধ্যে একটি মৃতদেহ দেখতে পায়। এই খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের লোকজন সেখানে ভিড় জমায়। খবর পেয়ে সেখান ছুটে আসে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে। মুখ্যমন্ত্রীর বাস ভবনের সন্নিকটেই মৃতদেহ উদ্ধার হয়েছে। দিবা রাত্রি সেখানে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা মোতায়েন থাকে। কিভাবে সেখানে মৃত দেহ আসল এনিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। ড্রেনের কর্দমাক্ত জলে মৃতদেহ নোংরা থাকায় দেহের কোথাও আঘাতের চিহ্ন রয়েছে কি না তাও নিশ্চিত হতে পারেন নি তদন্তকারী পুলিশ অফিসার। কেউ কেউ বলছেন প্রাতঃ ভ্রমণে এসে হয়ত হৃদরোগে আক্রান্ত হয়ে ঐ ব্যক্তি ড্রেনে পড়ে গেছে। কেউ কেউ খুনের ঘটনাও উড়িয়ে দিচ্ছেন না। তবে মৃতদেহ উদ্ধারের ঘটনা সম্পর্কে পুলিশ অফিসার কি বলছেন শুনুন।
ময়না তদন্তের পর পুলিশের সঠিক তদন্তেই বেড়িয়ে আসতে পারে এই ঘটনার প্রকৃত রহস্য। সাত সকালে স্মার্ট সিটির ব্যস্ততম স্থানে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।