মহিলা মহাবিদ্যালয় কে মহিলা বিশ্ববিদ্যালয় পরিণত করার চিন্তাভাবনা রয়েছে সরকারের। শনিবার ওমেন্স কলেজের নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠানে এই কথা জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি আরো জানান, শিক্ষা ব্যবস্থাকে ছড়িয়ে দিতে উত্তর জেলাতেও একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এই অনুষ্ঠানে মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
শনিবার ওমেন্স কলেজের নবীন বিদ্যার্থী বরণ উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানের উদ্বোধনও করেন শিক্ষামন্ত্রী। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষা মন্ত্রী বলেন, সামনেই ভোট। নির্বাচন সম্পন্ন হলে পরে ওমেন্স কলেজ কে ওমেন্স ইউনিভার্সিটিতে পরিণত করা হবে।
তিনি আরো জানান, আগামী শিক্ষাবর্ষে মহিলা মহাবিদ্যালয় সহ রাজ্যের ছয়টি কলেজে বাংলা এবং ইংরেজিতে মাস্টার ডিগ্রী চালু করা হচ্ছে। রাজ্যে চারটি বিষয়ের উপর এম টেক পাঠক্রম শুরু হচ্ছে। তিনি আরো জানেন সরকার চায় শিক্ষা ব্যবস্থাকে রাজ্যের সর্বত্র ছড়িয়ে দিতে ।এই লক্ষ্যেই উত্তর জেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
নবীন বরণ অনুষ্ঠানে কলেজের ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। শিক্ষামন্ত্রীও ছাত্রীদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান কিছুক্ষণ উপভোগ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর অরুণোদয় সাহা।