মন্ত্রী রাম প্রসাদ পালের হাত ধরে আনন্দনগর অগ্নিনির্বাপক এবং জরুরী পরিষেবা কেন্দ্রের উদ্বোধন। এই এলাকায় বিজেপি শাসনে যে কাজ হয়েছে বিগত দিনে হয়নি উদ্বোধনী অনুষ্ঠানে বললেন রাম প্রসাদ পাল।
অগ্নিনির্বাপক দপ্তরের মন্ত্রী রাম প্রসাদ পালের হাত ধরে বুধবার আনন্দনগর অগ্নিনির্বাপক এবং জরুরী পরিষেবা কেন্দ্রের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক চেয়ারম্যান অজয় কুমার সহ এলাকার বিভিন্ন স্তরের জন প্রতিনিধিরা। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অগ্নিনির্বাপক দপ্তরের মন্ত্রী রাম প্রসাদ পাল বলেন, আনন্দনগর এলাকায় বিজেপি শাসনে যে কাজ হয়েছে বিগত দিনে হয়নি। তিনি সাফ বলেন বামেরা এক নাগারে রাজ্যে ২৫ বছর শাসন করেছে। এই সময়ে এই এলাকায় কিকি কাজ হয়েছে কি কি কাজ হয়নি তা আনন্দনগর এলাকার মানুষ ভাল ভাবেই জানেন। পাশাপাশি তিনি বলেন আনন্দ নগরে আগে সন্ধ্যার পর শহর থেকে মানুষকে আসতে হলে চরম বেকায়দায় পড়তে হত। সন্ধ্যার পর এই এলাকায় শহর থেকে কোন যানবাহন আসত না। যারাই রাতে আসতেন তাদেরকে পায়ে হেঁটে আসতে হত। কারণ তখন রাতে এই সব এলাকা নিরাপদ ছিল না। এখন রাত ন’টা বাজলেও এলাকার মানুষ নিরাপদে আসা যাওয়া করতে পারেন। মন্ত্রী রাম প্রসাদ পাল বলেন, অগ্নি নির্বাপক এবং জরুরী পরিষেবা চালু হওয়ায় এই এলাকার মানুষের কোন বিপদ হলে তারা তড়িঘড়ি পরিষেবা পেয়ে যাবেন। এলাকায় যদি কোন ধরনের দুর্ঘটনা ঘটে এবং অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে তাহলে এই অগ্নি নির্বাপক কর্মীরা তাদেরকে বিপদে সহায়তা করতে পারবে।
অগ্নি নির্বাপক ও জরুরী পরিষেবা চালু হওয়ায় আনন্দনগর এলাকার মানুষ খুশি।