ভোট গণনার প্রাক্কালে আগরতলা রেল স্টেশনে ধরা পড়ল তিন বাংলাদেশী।রেল পুলিশের হাতে ধরা পড়ে এই বাংলাদেশীরা।পুলিশ একই সাথে একটি চার চাকার গাড়ি সহ চালককেও আটক করেছে।পরে তাদের আদালতে সোপর্দ করেছে।
দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে।রাত পোহালেই ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের ভোট গণনা ও ফলাফল প্রকাশ।স্বাভাবিক ভাবেই ভারত বাংলাদেশ সীমান্ত সীল করে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে।একই সাথে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে গোটা রাজ্যে।কিন্তু এরই মাঝে ছন্দ পতন।ভোট গণনার প্রাক্কালে আগরতলা রেল স্টেশনে ধরা পড়ল তিন বাংলাদেশী।রেল পুলিশের হাতে ধরা পড়ে এই বাংলাদেশীরা।পুলিশ একই সাথে একটি চার চাকার গাড়ি সহ চালককেও আটক করেছে।পরে তাদের আদালতে সোপর্দ করেছে।
আগরতলা সরকারি রেল পুলিশের এই আধিকারীক আরও জানিয়েছেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বাংলাদেশী যুবকরা জানিয়েছে তারা রাজশাহী জেলার বাসিন্দা।তাদের নাম রাসেল মিয়া,মহম্মদ আসিফ ও আব্দুল লিটন।তার সবাই কাজের সন্ধানে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিতে এসেছিল সিধাই সীমান্ত পথে।তবে আটককৃত যুবকদের স্বীকারোক্তি তদন্ত সাপেক্ষ।
এই ঘটনায় একদিকে যেমন রেল পুলিশের সাফল্য রয়েছে।ঠিক অন্যদিকে স্বাভাবিক ভাবেই জনমনে প্রশ্ন উঠছে নির্বাচন চলাকালীন সময়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে অবৈধভাবে সীমান্ত ডিঙিয়ে মোহনপুর মহকুমার সিধাই থেকে সদর মহকুমায় অবস্থিত আগরতলা রেল স্টেশনে পৌঁছে যায়। এতেই বোঝা যায় সীমান্ত পাচারকারী চক্রের হাত রয়েছে।আর তাদের জাল যে বহুদূর বিস্তৃত তা সহজেই বোধগম্য।তবে পুলিশের দাবি এই সমস্ত সীমান্তকারীদের বিরুদ্ধে অভিযান জারি রয়েছে।এবং শীঘ্রই তারা তদন্তের মাধ্যমে মাস্টার মাইন্ডদের ডেরায় পৌঁছতে সক্ষম হবে।