রাত পোহালেই পৌর ভোট ।বুধবার রাজধানীর উমাকান্ত স্কুল চত্বরে দেখা গেল ভোট কর্মীদের চূড়ান্ত ব্যস্ততা ।এদিন আগরতলা পৌর নিগমের 51 টি ওয়ার্ডের সংশ্লিষ্ট ভোট কর্মীরা সাত সকাল থেকেই উমাকান্ত স্কুল চত্বরে চলে আসেন। এরপর সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের উপস্থিতিতে স্ট্রং রুমের তালা খোলা হয় এবং ভোট গ্রহণ করার জন্য যে সমস্ত ইভিএম কমিশনিং করা রয়েছে সেই সমস্ত ইভিএম গুলি একে একে সংশ্লিষ্ট ভোট কর্মীদের হাতে তুলে দেয়া হয় ।একই সাথে ভোট গ্রহণ করার অন্যান্য সাজ
সরঞ্জামও।
এদিন সদর মহকুমা শাসক তথা আগরতলা পৌর নিগমের একাংশ ওয়ার্ডের রিটার্নিং অফিসার অসীম সাহা জানান ,25 নভেম্বর পৌরনিগম নির্বাচনের ভোট গ্রহণ করা হবে ।এরই অংশ হিসেবে ভোট কর্মী রা নিজ নিজ ভোটগ্রহণ কেন্দ্রে রওনা হয়েছেন।তিনি জানান পৌরনিগম নির্বাচনে মোট 439 টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ।প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে পাঁচজন ভোট কর্মী রয়েছেন ।সেই সাথে থাকবে নিরাপত্তারক্ষীরাও। তাছাড়া স্পর্শকাতর ভোট গ্রহণ কেন্দ্রগুলির জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা মোতাবেক 25 নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত পৌর নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। যদি পুন ভোটগ্রহণের প্রয়োজন পড়ে তাহলে তা হবে আগামী 27 নভেম্বর ।তাছাড়া আঠাশ নভেম্বর সকাল আটটা থেকে পৌর নির্বাচনের ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। আগামী 4 ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।