ভারতীয় ক্রিকেটার হিসেবে মহেন্দ্র সিং ধোনির মুকুটের জুড়লো নতুন আরেক পালক। ঐতিহ্যশালী মেরিলিবোন ক্রিকেট ক্লাবের আজীবন সদস্যপদ পেলেন তিনি। প্রাক্তন ভারত অধিনায়ক ছাড়াও এই তালিকায় রয়েছে আর চার ক্রিকেটারের নাম । তারা হলেন যুবরাজ সিং, সুরেশ রায়না মিতালী রাজ এবং ঝুলন গোস্বামী। সকলেই এই সদস্য পদ পেলেন। মোট ১৯ জনকে এই সদস্যপথ দিল এমসিসি। ক্রিকেটের যাবতীয় নিয়ম প্রণয়নের দায়িত্বে থাকে লন্ডনের এই প্রাচীন ক্লাব । প্রতিবছরই বাছাই করা কয়েকজন ক্রিকেটারকে এই বিশেষ সম্মান দেয়া হয়। ২০২৩ সালে মোট ১৯ জন ক্রিকেটারকে দেয়া হলো এই সন্মান। ভারতের পাঁচ জন ক্রিকেটার ছাড়াও এই তালিকায় রয়েছেন বিশ্বকাপজয়ী ইয়ন মরগান ।কেভিন পিটারসন সহ আরো চার ইংরেজ ক্রিকেটার ও রয়েছেন এই তালিকায় । এমসিসির সেক্রেটারি গাই লেভেন্ডার জানিয়েছেন, নতুন মরশুমের আগে এমসিসির নতুন সদস্যদের নাম ঘোষণা করতে পেরে তারা খুবই খুশি। আধুনিক ক্রিকেটের কয়েকজন কিংবদন্তিকে এই ক্লাবে আজীবন সদস্য পদ দেওয়া হয়েছে। এখন থেকে তারা এই ক্লাবের মহামূল্যবান সম্পদ। প্রসঙ্গত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় ,ভিভিএস লক্ষণদের এই সদস্যপদ দেওয়া হয়েছিল অতীতে। নতুন করে যে পাঁচজন ক্রিকেটারকে সদস্যপদ দিয়েছে এমসিসি ,তারা সকলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। একমাত্র ধোনি এখনো পেশাদার ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন। তবে ক্রিকেটপ্রেমীদের অনুমান, চলতি আইপিএল শেষে হয়তো অবসর নিতে পারেন ধোনি।
ভারতীয় ক্রিকেটারদের মুকুটে নতুন পালক ।এমসিসির আজীবন সদস্যপদ পেলেন ধোনী সহ আরো ৫ জন ক্রিকেটার। বাকি চারজন ক্রিকেটার হলেন সুরেশ রায়না, যুবরাজ সিং মিতালি রাজ ও ঝুলন গোস্বামী। চার জনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন তারা এমসিসি ক্লাবের মূল্যবান সম্পদ।