=
অবশেষে জল্পনা কল্পনার অবসান।বিধায়ক পদ থেকে বুধবার পদত্যাগ করলেন বিজেপি বিধায়ক দিব্যা চন্দ্র রাংখল।এদিন তিনি কংগ্রেস নেতা আশীষ সাহা রাধে শ্যাম সাহা বাপটু চক্রবর্তী সহ অন্যান্য নেতা কর্মীদের ঘেরা টোপের মধ্যে দিয়ে বিধানসভার লবিতে পৌঁছেন।এবং বিধানসভার সচিব এর হাতে পদত্যাগ তুলে দেন।বিধায়ক পদে পদত্যাগ করার কারণ সম্পর্কে
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিব্যা চন্দ্র রাংখল জানান,বিজেপি ভালই কাজ করছে।কিন্তু আমার মনঃপুত হয়নি।তাই শেষ পর্যন্ত এই দলে থাকতে পারলাম না।
প্রসঙ্গত উল্লেখ্য দ্বাদশ বিধানসভায় এ পর্যন্ত আট জন বিধায়ক বিধায়ক পদে পদত্যাগ করেছেন ।এর মধ্যে বিজেপির পাঁচজন এবং বিজেপির জোট শরিক আইএনপিটির পাঁচজন বিধায়ক রয়েছেন।তাছাড়া এই সময় কালে দুরারোগ্য ব্যাধিতে মৃত্যুবরণ করেছেন একজন বাম বিধায়ক।অবশ্য চলতি বছরের জুলাই মাসে বিধানসভার চারটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।সেই উপনির্বাচনে শাসকদল বিজেপি তিনটি আসনে এবং কংগ্রেস একটি আসনে জয় লাভ করে।