ত্রিপুরা বিদ্যুৎ নিগম সম্প্রতি বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকারকে। বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে সরব বামেরা ।সোমবার সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটর কমিশনের চেয়ারম্যানের নিকট বিদ্যুৎ মাসুল বৃদ্ধি না করার দাবি জানিয়েছেন। এদিন সিপিএম রাজ্য সদর দপ্তরে আহুত সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র চৌধুরী ক্ষোভের সাথে জানান,যে সমস্ত ইলেকট্রিসিটি ডিভিশন বেসরকারি ফ্যানসাইসির হাতে দেওয়া হয়েছে তারা লাভজনক অবস্থায় রয়েছে বলে অভিযোগ করছে।কিন্তু এই সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
তিনি বিস্ময়ের সাথে জানান রাজ্যে এক ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হচ্ছে পাঁচ টাকা ৬৭ পায়সা। অথচ বিদ্যুৎ নিগম তিন টাকা ২৬ পয়সায় ফ্যানসাইসির গুলির কাছে বিদ্যুৎ বিক্রি করছে।
তিনি এও অভিযোগ করেন,রাজ্য সরকারের চরম উদাসীনতার ফলে এবং নেতৃত্বের দুর্বলতার কারণে রাজ্য সমূহ সমস্যায় ধুঁকছে।উপায়ান্তর না পেয়ে বিদ্যুৎ মাশুল বাড়িয়ে তা রাজ্যবাসীর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
সেই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,বামফ্রন্ট অযথা বিদ্যুৎ মাশুল বৃদ্ধির বিরুদ্ধে ।এবং বিদ্যুৎ কর বাড়ানো হলে রাজ্য ব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।