রাজ্যে নেশা বিরোধী অভিযান জারি রেখেছে আরক্ষা দপ্তর। এই সমস্ত নেশা বিরোধী অভিযানে নেশা দ্রব্য উদ্ধার এর পাশাপাশি নেশা কাটবে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ভীত নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশ এন ডি পি এস আইনি মামলা গ্রহণ করে এবং মামলায় সাজাও হয়। সম্প্রতি 15 ই জানুয়ারি এনডিপি এসে একটি মামলায় বহিরা j2 নেশা কারবারিকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে পশ্চিম জেলা এনডিপিএস -এর বিশেষ আদালতের বিচারপতি অংশুমান দেববর্মা।
অভিযুক্তদের 10 বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক লক্ষ টাকা করে জরিমানাও করা হয় এবং, জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারপতি। সাজাপ্রাপ্তরা হল যথাক্রমে মিঠু কুমার এবং অমর কুমার সিং। দুজনেরই বাড়ি বিহার রাজ্যের ভাগলপুর জেলায়। আগরতলা রেল স্টেশন এর মূল ফটকের সামনে থেকে 33 কেজি শুকনো গাঁজাসহ a2 নেশা কারবারিকে পুলিশ আটক করেছিল। সংশ্লিষ্ট মামলাটির আই.ও. ছিলেন, ইন্সপেক্টর মন্টু রঞ্জন দাস এবং সরকার পক্ষে আইনজীবী ছিলেন বিশ্বজিৎ দেব। সোমবার পশ্চিম জেলার জেলা ও দায়রা জজের আদালতের নিজ , কক্ষে , এক সাংবাদিক সম্মেলনে যোগদান করেন আইনজীবী বিশ্বজিৎ দেব এই সংবাদ জানান।
সাংবাদিক সম্মেলনে আইনজীবী বিশ্বজিত দেব আরও জানান, নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশ এনডিপি এস আইনের ২০(বি) রোমান টু (সি) এবং 29 ধারায় মামলা গ্রহণ করে। এই মামলায় 8 জন সাক্ষী দান করেন।