চাকুরিতে পুনর্বহালের দাবীতে অনর। প্রধানমন্ত্রী আসার আগে জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০৩২৩ শিক্ষকদের পথসভার আয়োজন। প্রধানমন্ত্রী মোদির প্রতি পুনর্নিয়োগের মানবিক আবেদন।
একদিকে একাংশ ১০৩২৩ শিক্ষকরা আমরণ অনশনরত। অন্যদিকে জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০৩২৩ শিক্ষকরা ভিন্ন আঙ্গিকে আন্দোলনরত। এই অবস্থায় আগামীকাল তথা রবিবার রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সফরের আগে শনিবার সকালে চাকুরীতে পুনর্ণিয়োগের দাবিতে অনর জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০৩২৩ শিক্ষকরা পথসভা সংগঠিত করলেন। প্যারাডাইস চৌমুহনীতে এই পথসভা সংঘটিত করা হয়। পথসভা থেকে প্রধানমন্ত্রী মোদির কাছে চাকুরীতে পুনর্বহালের মানবিক আবেদন জানালেন সংশ্লিষ্ট জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০৩২৩ শিক্ষক নেতৃত্ব।
এমনকি ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের পূর্ববর্তী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১০৩২৩ শিক্ষকদের সমস্যা নিরসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, বলেও সংশ্লিষ্ট জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০৩২৩ শিক্ষক সংগঠনের অপর নেতৃত্বের দাবি।
প্রধানমন্ত্রী মোদি আসছেন, এর আগে, এই পথসভকে ঘিরে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, এর জন্য ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শেষ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ব্যতীত চাকুরীতে পুনর্ণিয়গের দাবিতে জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০৩২৩ শিক্ষকদের প্রধানমন্ত্রীর কাছে মানবিক আবেদন সংশ্লিষ্ট পথসভা সম্পন্ন হল