এবারই প্রথম তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত রোগীদের নিয়ে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শনিবার এই স্বাস্থ্য শিবিরে ৪০জন ক্যান্সারে আক্রান্ত রোগীরা চিকিৎসা পরিসেবা গ্রহণ করে। আগরতলা ক্যান্সার হাসপাতাল থেকে ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকের এক প্রতিনিধি দল শনিবার তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদান করে ক্যান্সারে আক্রান্ত রোগীদের মধ্যে।এতে ক্যান্সারে আক্রান্ত রোগীরা ও মানসিকভাবে চাঙ্গা থাকবে এবং অতি সহজে চিকিৎসার সুযোগ পাবে। এখন থেকে প্রতিমাসে দ্বিতীয় শনিবার এবং চতুর্থ শনিবার এমন স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে বলে জানান, আগরতলা থেকে আগত ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক।
পরে ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক তথা চিকিৎসক প্রদীপ কুমার মাইতি জানান, ক্যান্সার আক্রান্ত রোগীদের মানসিকভাবে চাঙ্গা করে তোলার প্রয়োজন। এমন স্বাস্থ্য শিবিরে ক্যান্সার আক্রান্ত রোগীরা অতি সহজে চিকিৎসার পরিসেবা নিতে পারে তার জন্যই রাজ্য স্বাস্থ্য দপ্তরের এমন উদ্যোগ। ক্যান্সার রোগে আক্রান্তরা স্বাস্থ্য দপ্তরের এ ব্যবস্থার ফলে স্বাস্থ্য দপ্তরকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন।