গোটা দেশের পাশাপাশি রাজ্যেও পেট্রোল ও ডিজেলের দাম ক্রমবর্ধমান। ইদানিং প্রতিদিন পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। বুধবার পেট্রোলের প্রতি লিটারে ৩৫ পয়সা এবং ডিজেলের লিটার প্রতি ৩৬ পয়সা মূল্যবৃদ্ধি।
বিগত বেশ কয়েকদিন আগে আংশিক মূল্যহ্রাসের পর, ইদানিং গোটা দেশের পাশাপাশি রাজ্যেও ফের পেট্রোল ও ডিজেলের মূল্য ক্রমবর্ধমান। বর্তমান সময়ে প্রায় প্রতিদিন পেট্রোল ও ডিজেলের মূল্য বাড়ছে। বুধবারও এর কোন ব্যতিক্রম হল না। এদিন প্রতি লিটার পেট্রোলের ৩৫ পয়সা এবং লিটার প্রতি ডিজেলের ৩৬ পয়সা মূল্যবৃদ্ধি হয়েছে বলে জানালেন আগরতলার জনৈক পাম্প ম্যানেজার।
ক্রমাগত পেট্রোলের মূল্যবৃদ্ধিজনিত কারণে, শেষ পর্যন্ত বাইকটা বিক্রি করতে হবে বলে আশঙ্কা প্রকাশ করলেন জনৈক পেট্রোল ক্রেতা।
প্রতিনিয়তঃ পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন বলে জানালেন অপর পেট্রোল ক্রেতা।কার্যত ইদানিং প্রায় প্রতিদিন পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে। বর্তমানে সেদাম আকাশ ছোঁয়া। এই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির সঙ্গে কিন্তু অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির বিষয়টিও ওতপ্রোতভাবে জড়িত। এতে যে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও ক্রমবর্ধমান তা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে বিশেষ করে মধ্যবিত্ত সাধারণ এবং গরীব অংশের মানুষের নাভিশ্বাস উঠেছে