রাজ্যে ক্রমেই শীত জাঁকিয়ে বসছে।অর্থাৎ ক্রমেই শীত রান রেইট বাড়িয়ে চলেছে।এই প্রচন্ড শীতের মধ্যেও ধনুক ভাঙা পন 2022 সালের stgt উর্ত্তীণদের।তারা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে দেখা করবেই।শনিবার হাড় কাঁপানো শীতকে তুচ্ছ জ্ঞানে stgt উর্ত্তীনরা ঘন কুয়াশার মধ্যে হাজির হয় রাজধানীর লক্ষী নারায়ন
রোডস্থিত মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বাড়ির সামনে ।এই অবস্থায় স্বাভাবিক ভাবেই সক্রিয় হয়ে উঠে পুলিশ।যদিও ব্যস্ততার কারণে মুখ্যমন্ত্রী নিজ বাসভবনে stgt উর্ত্তীণদের সাথে দেখা করেন নি।এরপর stgt উর্ত্তীণরা মুখ্যমন্ত্রী র সাথে দেখা করতে চলে আসে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে।এখানেও পুলিশ stgt উর্ত্তীণদের সরিয়ে দেবার চেষ্টা করে।কিন্তু stgt উর্ত্তীণদের একগুঁয়ে মনোভাবের কাছে হার মানতে বাধ্য হয় পুলিশ।এদিকে মুখ্যমন্ত্রী stgt উর্ত্তীণদের মধ্য চার জনের এক প্রতিনিধি দলকে ডেকে নেন।এবং সাক্ষাতে মুখ্যমন্ত্রী stgt উর্ত্তীণদের কথা মনোযোগ সহকারে শোনেন।এবং তাদের সমস্যার সমাধান করার বিষয়ে আশ্বস্ত করেন।এদিন মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে stgt উর্ত্তীণরা বিশেষ ভাবে উৎসাহিত হয়।
stgt উর্ত্তীণদের বক্তব্য তারা আশাবাদী তাদের দাবি পূরণ মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।সেইসাথে রাজ্যের সরকারি বিদ্যালয় গুলিতে নবম ও দশম শ্রেণীর যে শিক্ষক স্বল্পতা রয়েছে তাও দূরীকরণে রাজ্যের অভিবাবক বিশেষ ভূমিকা নেবেন।
উল্লেখ্য, বিগত কয়েক মাস যাবত 2022 সালের stgt উর্ত্তীণরা সরকারি শুন্য পদে নিয়োগের দাবি জানিয়ে আসছে।এবং সংশ্লিষ্ট দাবিতে কয়েকবার উপ মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী র সাথেও সাক্ষাৎ করেছে।