ছাত্র,ছাত্রীরা স্কুলে যাচ্ছে। স্কুলে যাবার পর তারা কতটা শিক্ষা অর্জন করলো, কতটা তাদের বিকাশ হলো, এই নিয়ে শিক্ষা দপ্তরের উদ্যোগ্যে অভিভাবক ও শিক্ষক, শিক্ষিকাদের মিটিংয়ের ব্যবস্থা করা হলো। এই উদ্যোগটা গোটা রাজ্যেই সম্পন্ন হয়েছে। তবে পুর নির্বাচনের জন্য সদরের স্কুল গুলোতে তা করা হয়ে উঠেনি। একই সঙ্গে খোয়াইয়ের একটি স্কুলে ও তা সম্ভব হয় নি।
অবশেষে রবিবার সদর জেলা ও খোয়াইয়ে অনুষ্ঠিত হলো এই পেরেন্টস টিচার মিটিং। এতে বরজলা দ্বাদশ শ্রেণী স্কুলে খোদ উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ ও। এই বৈঠকটি খুবই জরুরি বলে জানালেন শিক্ষা মন্ত্রী। কেন না এতে শিক্ষকরা স্কুলে কি পরাচ্ছেন ,ছাত্র ছাত্রীরা সঠিকভাবে তা গ্রহণ করতে পারলো কিনা, তা একদমই জলের মতো পরিষ্কার থাকবে সবার কাছেই।