জয়পুরে হবে অনুর্ধ ১৯ বিভাগে ক্রিকেটে ভারতীয় মহিলা দলের সিলেকশন ক্যাম্প। এই ক্যাম্পে ডাক পেলো রাজ্যের মেয়ে তানিশা দাস। এই ক্যাম্পে থেকেই ভারতীয় দল গঠন করা হবে। ব্যাটসম্যান হিসেবে ভারতীয় দলের এই ক্যাম্পে সুযোগ পেয়েছে রাজ্যের তানিশা দাস। রবিবার তানিশাকে অভিবাদন জানাতে রামনগর স্থিত তার বাড়িতে গেলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তারা। তানিশাকে অভিবাদন জানালেন ক্রীড়ামন্ত্রী। তার পাশে রাজ্য সরকার রয়েছে বলে ও আস্বস্ত করলেন তিনি। কথা প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী বললেন, রাজ্যে প্রতিভার অভাব নেই। প্রয়োজন শুধু তাদের তুলে ধরা।
যার ই অন্যতম এক উদাহরণ হলেন এই তানিশা। খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে তানিশা। তবে আর্থিক সংকট এক্ষেত্রে প্রতিনিয়ত বাধা হয়ে দাঁড়ায়। তবে এই সব খেলোয়াড়দের পাশে রয়েছে রাজ্য সরকার বলেই জানালেন ক্রীড়ামন্ত্রী। আগামী দিনে ত্রিপুরা রাজ্যে একটা খেলার হাব তৈরি হবেই। এই লক্ষ্যেই কাজ করে চলেছে রাজ্য সরকার। বললেন ক্রীড়ামন্ত্রী। তানিশার পরিবারের সঙ্গে ও কথা বললেন ক্রীড়ামন্ত্রী। খোঁজ খবর নিলেন যাবতীয় সব কিছুর। তানিশার লক্ষ্য এখন ভারতীয় মূল দলে খেলার। সবাই আশাবাদী, তানিশা তার অভিষ্ঠ লক্ষ্যে সফল হবেই।