দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রায় সম্পূর্ণভাবে বেসরকারিকরণ করছে বিজেপি পরিচালিত সরকার ।আর বিদ্যা জ্যোতির নামে রাজ্যের সরকারি স্কুল গুলিকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে ।বক্তা বাম নেতৃত্ব পবিত্র কর।
বাম ছাত্র সংগঠন এর দাবি ১৯৭০ সালে কেরালার ত্রিবান্দম শহরে তিন দিনব্যাপী সম্মেলনের মধ্য দিয়ে পথ চলা শুরু করেছিল
এস এফ আই। শুক্রবার এস এফ আই’র ৫৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় রাজধানীর ছাত্র যুব ভবনে। এই উপলক্ষে সংগঠনের পতাকা উত্তোলন করেন এসএফআই রাজ্য কমিটির সম্পাদক সন্দীপন দেব।এদিন
সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।যার স্লোগান ছিল অনেক রক্ত দিয়েছি আমরা, বুঝি আরো দিতে হবে, এগিয়ে চলার প্রত্যেক উৎসবে।
এ রক্তদান শিবিরে প্রাক্তন বাম ছাত্র নেতৃত্ব পবিত্রকর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং স্বেচ্ছায় রক্তদাতাদের বিশেষভাবে উৎসাহিত ও অভিনন্দন জ্ঞাপন করেন। এদিন বাম রাজ্য নেতৃত্ব পবিত্র কর অভিযোগ করেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রায় সম্পূর্ণভাবে বেসরকারিকরণ করছে বিজেপি পরিচালিত সরকার ।আর বিদ্যাজ্যোতির নামে রাজ্যের সরকারি স্কুলগুলিকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে।
বাম নেতা পবিত্র করের সাথে সুর মিলিয়ে রাজ্য কমিটির সম্পাদক সন্দীপন দেবের অভিযোগ,শিক্ষা ব্যবস্থার ওপর ভয়ানক আক্রমণ সংঘটিত করা হচ্ছে ।শিক্ষায় অর্জিত অধিকার গুলিকে হরণ করার চেষ্টা করা হচ্ছে।
এদিন কল্যাণপুর সিপিএম কার্যালয়ের সামনে এসএফআইয়ের ৫৩ তম প্রতিষ্ঠা দিবস পালন করে এস এস আই এর কর্মীরা। ।শহীদ বিধিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে এস এস আই এর কর্মীরা। SFI এর ৫৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কল্যাণপুর হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করেন SFI কর্মীরা ।পাশাপাশি ডাক্তার এবং নার্সদের মিষ্টি বিতরণ করে।