দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত।রাতের আঁধারে পেট্রোল বোমা নিক্ষেপ উদয়পুরস্থিত গোমতী জেলা কংগ্রেস কার্যালয়ে।লন্ডভন্ড সংশ্লিষ্ট কংগ্রেস কার্যালয়।এই ঘটনায় কংগ্রেসের সরাসরি অভিযোগ বিজেপির দিকে।
রাতের অন্ধকারে উদয়পুর স্থিত গোমতী জেলা কংগ্রেস অফিসে আক্রমন সংগঠিত করল দুষ্কৃতীরা।কংগ্রেস নেতা কর্মীদের অভিযোগ পেট্রোল বোমা হামলায় তাদের পার্টি অফিসের একাংশ পুড়ে খাক হয়ে গেছে।
ঘটনায় বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট দলীয় কার্যালয়ে ভিড় জমায় কংগ্রেস নেতা কর্মীরা।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।এবং এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে।
তিনি আরও বলেন, এই ধরনের বর্বরতা দেখে স্তম্ভিত গোটা উদয়পুরের মানুষ ।কারন তারা অতীতে এই ধরনের ঘটনা দেখেনি।তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান। সেইসাথে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গোমতী জেলা কংগ্রেসের এই অভিযোগ পত্র পাঠ খারিজ
করেছেন বিজেপি নেতৃত্ব শীতল চন্দ্র মজুমদার।এই পোড় খাওয়া রাজনৈতিক নেতার বক্তব্য কংগ্রেস এর পায়ের তলায় মাটি নেই।তাই সম্পূর্ণ ভিত্তিহীন অপপ্রচার করছে।
তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের সামনে কংগ্রেস নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করে।এবং পরে ঘটনার তদন্তের জন্য এই ঘটনায় যে সমস্ত ঘাতক বস্তু ব্যবহার করা হয়েছে তা থানায় নিয়ে যাবার দাবি জানায়।তখন জনৈক পুলিশ আধিকারিক পেট্রোল বোমায় ব্যবহৃত একখানা কাঁচের বোতল নিজ হাতে তুলে নিয়ে যান।সেই পুলিশ বাবুর খালি হাতে সংশ্লিষ্ট বোতল তুলে নেবার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন সচেতন মহল।তাদের বক্তব্য যে কোন ঘটনার তদন্তের জন্য পুলিশ বা তদন্তকারী দল সংশ্লিষ্ট ঘটনায় ব্যবহৃত যে কোনো সামগ্রী নিয়ে যেতে সাধারণত খালি হাত ব্যবহার করে না।কিন্তু বৃহস্পতিবার উদয়পুরস্থিত কংগ্রেস জেলা কার্যালয়ে কর্তব্যরত পুলিশ বাবু যা করলেন তাতে রহস্যক্রমেই ঘনীভূত হচ্ছে।