পরম্পরাগত চাষবাসের সাথে সাথে নুতন নুতন অর্থকরী ফসল চাষ করতে হবে।তাহলেই কৃষকরা অর্থনৈতিক দিক থেকে উন্নয়নের দিকে ধাবিত হবে।মঙ্গলবার mbb বিমান বন্দরে রাজ্যের কৃষকদের এই পরামর্শ দিয়েছেন বিজেপি কৃষাণ মোর্চার রাষ্ট্রীয় সভাপতি রাজকুমার চাহর।সেইসাথে তিনি বলেন,বিজেপি পরিচালিত সরকারের অধীনে রাজ্যের কৃষকদের ধারাবাহিক অগ্রগতি হচ্ছে।ফলস্বরূপ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুলসংখ্যক আসন নিয়ে মসনদ দখল করবে।
দুদিনের সাংগঠনিক সফরে মঙ্গলবার রাজ্য সফরে এলেন বিজেপি কিষান মোর্চার রাষ্ট্রীয় সভাপতি রাজকুমার চাহর।এদিন বিজেপি কিষান মোর্চার প্রদেশ সভাপতি জহর সাহার নেতৃত্বে বিজেপি নেতা কর্মীরা তাকে স্বাগত জানায় mbb বিমান বন্দরে।
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিজেপি কৃষাণ মোর্চার রাষ্ট্রীয় সভাপতি রাজকুমার চাহর বলেন,পরম্পরাগত চাষবাসের সাথে সাথে নুতন নুতন অর্থকরী ফসল চাষ করতে হবে।তাহলেই কৃষকরা অর্থনৈতিক দিক থেকে উন্নয়নের দিকে ধাবিত হবে।
সেইসাথে তিনি বলেন,বিজেপি পরিচালিত সরকারের অধীনে রাজ্যের কৃষকদের ধারাবাহিক অগ্রগতি হচ্ছে।ফলস্বরূপ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুলসংখ্যক আসন নিয়ে মসনদ দখল করবে।
পরে বিজেপি নেতা কর্মীদের বাইক রেলির মাধ্যমে বিজেপি কৃষাণ মোর্চার রাষ্ট্রীয় সভাপতিকে রাজধানীতে নিয়ে আসে।এই বাইক রেলিতে বিকট শব্দে বাজছিল সাউন্ড সিস্টেম।সচেতন মহল এর বক্তব্য রবিবার প্রয়াত হয়েছেন মন্ত্রী এন সি
দেববর্মা।এবং এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী সোমবার সরকারি ছুটি সহ তিনদিনের রাজ্যিয় শোক পালনের ঘোষণা দিয়েছেন।এই অবস্থায় উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজানো কতখানি যুক্তি সংগত তা নিয়ে প্রশ্ন উঠছে ক্রমাগত।