আলোর উৎসব দীপাবলি আসন্ন। মন্দির নগরী উদয়পুরের ত্রিপুরেশ্বরী মাতা মন্দিরে চলছে দীপাবলি উৎসব উপলক্ষে মেলা আয়োজনের তোড়জোড়। একদিকে নতুন রঙে রাঙিয়ে তোলা হচ্ছে ত্রিপুরেশ্বরী মন্দির। পাশাপাশি চলছে আলোর উৎসবে যেন বিদ্যুত বিভ্রাট জনিত কারণে কোন ব্যাঘাত না ঘটে, এর প্রস্তুতি। কার্যত আসন্ন আলোর উৎসব দীপাবলিকে কেন্দ্র করে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে বর্তমানের সাজো সাজো রব ।
আগামী চৌঠা নভেম্বর আলোর উৎসব দীপাবলি। রাজ্যের মন্দির নগরী উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ পুজো মেলা এ রাজ্যের ঐতিহ্যের অন্যতম। বর্তমানে ত্রিপুরেশ্বরী মন্দির চত্বরে চলছে দীপাবলি উৎসব উপলক্ষে মেলা আয়োজনের জোরদার প্রস্তুতি। একদিকে চলছে ত্রিপুরেশ্বরী মন্দির নতুন রঙে রাঙিয়ে তোলার কাজ পাশাপাশি চলছে সাফ সাফাই ও নানা সংস্কার। যেহেতু আলোর উৎসব বিদ্যুৎ নির্ভর। তাই দীপাবলি উৎসবে যেন বিদ্যুৎ বিভ্রাট সংক্রান্ত কোন ব্যাঘাত সৃষ্টি না হয়, তার জন্য বিদ্যুৎ কর্মীরা সেরে নিচ্ছেন উৎসব কালে সঠিক বিদ্যুৎ পরিষেবার নিরিখে সারাই মেরামতির কাজ। সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্মীদের মতে মেনটেনেন্সএর কাজ।
দীপাবলীর প্রাক উৎসব কালে বর্তমানে মন্দির নগরী উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির চত্বরে বর্তমানে চরম ব্যস্ততা। এই ব্যস্ততার মধ্যেও প্রতিদিনের ভক্ত দর্শনার্থীদের ত্রিপুরেশ্বরী মন্দিরে বিরামহীন আগমনের অন্ত নেই। যা প্রাক উৎসব মুহূর্তের উপভোগ্য বিষয়। সর্বোপরি দীপাবলি উৎসব উপলক্ষে সেজে উঠছে ত্রিপুরেশ্বরী মন্দির। মন্দির চত্বরে এখন চরম ব্যস্ততা উৎসব প্রস্তুতির