দিন দুপুরে ফের পুলিশকে চ্যালেঞ্জ জানাতে প্ৰস্তুত দাগি এক চোর। রাজধানী স্থিত নেতাজি চৌমূহনী এলাকায় এক মুদি দোকানে হাত ও সাফাই করে দেয় চোর। ঘটনা মঙ্গলবার দুপুরে। ফাঁকা দোকানে ক্যাশ বাক্সে থাকা নগদ ১৩০০ টাকা নিয়ে যেই মাত্র গন্তব্যস্থলে রওনা হলো চোর বাবাজি, এলাকার লোকেরা তাকে পাকড়াও করে। একে তো চৈত্রের দাবদাহ তার মধ্যে হাতের নাগালে চোর, আর যায় কোথায়। কিছুক্ষণ এলাকাবাসী নিজেদের যাবতীয় সব রাগ মিটিয়ে নিলো চোরের উপর। বেদম কেলানি। চোর বলে কথা। দোকানের পাশে একটি খুঁটিতে বেঁধে রাখা হলো চোরকে। নাম তার টুটন বর্ধন। বাড়ি নাকি মেলাঘর। সুদূর মেলাঘর থেকে হাত সাফাইয়ের জন্য এতদুরে আসা তার। চোরেরা তো জানে, একাংশ পুলিস তো ঠুঁটো জগন্নাথ। তাই এই চোরের ও ধারণা ছিল এমনটাই, পশ্চিম থানা নাকের ডগায় থাকলে কি হলো। একবার হাত সাফাই করে পগারপার হয়ে গেলেই তো কেল্লা ফতে। তবে চোরের যাবতীয় প্লেনে জল ঢেলে দিল এলাকাবাসী। দোকান মালিক ফনিভূষণ দে বললেন, মুহূর্তের মধ্যেই এই কাজটা করে নিলো চোরটি। বরাত ভালো দোকান মালিকের বোন বিষয়টি দেখে ফেলেন। চিৎকার চেঁচামেচিতে আটক চোর।
খবর দেয়া হয় পুলিশে। হামটি ডামটি করতে করতে আসেন পশ্চিম থানার পুলিশ বাবুরা। এসে সেই রুটিন মাফিক এদিক ওদিক ঘোরা ঘুরি করলো পুলিশ। ততক্ষনে চোরের হাল বেহাল। চ্যাংদোলা করে পুলিশের গাড়িতে তোলা হলো সেই চোরকে। bite 2 1 sec থেকে 14 sec। রাতে তো গোটা রাজ্যে চোর চক্র সক্রিয়। এবার তার গতি দিনে ও বাড়িয়ে দিলো চোরেরা। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে তো এঞ্জয় আর এঞ্জয়।