প্রত্যাশিতভাবেই টিসিএ পরিচালিত টি ২০ ক্লাব ক্রিকেটে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো ইউনাইটেড ফ্রেন্ডস। রানার্স ব্লাডমাউথ ক্লাব। সোমবার এমবিবি স্টেডিয়ামে রোমাঞ্চকর এই ফাইনাল ম্যাচে ইউনাইটেড ফ্রেন্ডস পাঁচ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো ব্লাডমাউথকে। প্রথমে ব্যাট করে ব্লাডমাউথ ক্লাব ১৯ ওভারে দশ উইকেটের বিনিময়ে ১০৬ রান সংগ্রহ করে।পাল্টা খেলতে নেমে ইউনাইটেড ফ্রেন্ডস ১৮.২ ওভারেই জয়ের রান হাসিল করে নিলো। খুশি বিজয়ী দলের ক্রিকেটার সহ সমর্থকরা। এদিকে ম্যাচ শুরুর পূর্বে ফাইনালের উদ্ভোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, টিসিএর সভাপতি তপন লোধ সহ অন্যান্যরা। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ফাইনালের সুরুবাত করলেন অতিথিরা। মনোজ্ঞ এই আয়োজনের পর মুখ্যমন্ত্রী তার অভিমত ও ব্যক্ত করলেন দারুন ভাবে। bite 4 sec theke 41 sec। রোমাঞ্চকর ফাইনালের পর মাঠেই হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অতিথিরা একে একে পুরস্কার তুলে দিলেন বিজয়ীদের হাতে। চ্যাম্পিয়ন দল ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাবকে দেওয়া হলো সুদৃশ্য ট্রফি এবং ৩৫ হাজার টাকার চেক। একই ভাবে রানার্স আপ ব্লাডমাউথ ক্লাবকে দেওয়া হলো ট্রফি এবং ২৫ হাজার টাকার চেক। একই সঙ্গে মাঠের দুইজন গ্রাউন্ডস মেনকে ও সংবর্ধিত করা হলো টিসিএর পক্ষ থেকে। তারা হলেন পিটিএজি মাঠের কর্মী সুভাষ সরকার এবং এমবিবি স্টেডিয়ামের কর্মী জীবন ঘোষ। এই সংবর্ধনা পেয়ে খুশি দুজনই। অনবদ্য এক পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো টিসিএ পরিচালিত এই টি 20 ক্রিকেট টুর্নামেন্ট।