টানা ২৫ দিন ধরে বিদ্যুৎ ও পানীয় জলের সঙ্কট। জল ও বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ মহিলাদের। ঘটনা চেলিখলা ভিলেজ কমিটির আড়ালিয়া এলাকায়। পরে বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার এবং ডি ডব্লিউ এসের আধিকারিকদের প্রতিশ্রুতিতে রাস্তা অবরোধ মুক্ত।
এক টানা ২৫ দিন ধরে বিদ্যুৎ ও পানীয় জলের সঙ্কট। বিদ্যুৎ না থাকায় পাইপ লাইনে পানীয় জল আসছে না। পানীয় জল ও বিদ্যুৎ না থাকায় এলাকায় এক প্রকার হাহাকার। এই পরিস্থিতি বিশালগড় থানাধীন চেলিখলা ভিলেজ কমিটির আড়ালিয়া এলাকায়। তাই পানীয় জল ও বিদ্যুতের দাবিতে বৃহস্পতিবার চেলিখলায় বিশালগড় বক্স নগর রাস্তা অবরোধ করে গ্রামের মহিলারা। সকাল দশটা থেকে দুপুর প্রায় দেড়টা পর্যন্ত চলে রাস্তা অবরোধ। এই অবরোধের ফলে রাস্তার দুই পাশে বেশ কিছু গাড়ি আটকে পড়ে।এই খবর পেয়ে ছুটে আসে পুলিশ। কিন্তু পুলিশের কথায় মহিলারা আমল দেয়নি। মহিলাদের কাছ থেকেই শুনুন তাদের অভিযোগের কথা।
এদিকে এলাকার এক নাগরিক বলেন, আড়ালিয়া এলাকার একাংশ ভোক্তা বিদ্যুতের বিল দিচ্ছে না। তাই এলাকার বিদ্যুতের লাইন বন্ধ করে রেখেছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তবে একাংশ মানুষের জন্য গ্রামের সব মানুষ কেন দুর্ভোগ পোহাবেন? যারা বিল মিটিয়ে দিচ্ছে না তাদের লাইন বিচ্ছিন্ন করতে পারে বিদ্যুৎ নিগমের কর্মীরা।
তবে দুপুর দেড়টা নাগাদ বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার এবং ডি ডব্লিউ এসের আধিকারিকদের প্রতিশ্রুতিতে রাস্তা অবরোধ মুক্ত করেন মহিলারা। দীর্ঘ সময় যান বাহন চলাচল বন্ধ থাকার ফলে যান বাহন চালক এবং নিত্য যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
প্রমীলাবাহিনীর পথ অবরোধ। তাদের অভিযোগ