জি-20র বৈঠক কে সামনে রেখে নতুন সাজে সেজে উঠছে মেলাঘরের নিরমহল।বৈঠকে যোগ দিতে আসা বিভিন্ন দেশের প্রতিনিধিরা দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি পরিদর্শন করবেন।এর মধ্যে রয়েছে মেলাঘরের নিরমহল।প্রতিনিধি দলের এই সফর ঘিরে নিরমহলকে সাজিয়ে তোলার লক্ষ্যে বুধবার মেলাঘর পুরপরিষদের কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
আগামী নয় এবং দশ সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দানে জি-20 ভুক্ত দেশগুলির শিখর সন্মেলন অনুষ্ঠিত হবে।অনেক দেশের প্রতিনিধিরা এই বৈঠকে যোগ দিতে ভারতে আসবেন।দেশের প্রায় ৫৬টি স্হানে এই সামিট হবে।বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি প্রতিনিধিরা দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলি পরিদর্শন করবেন।এই পর্যটন কেন্দ্রগুলির মধ্যে রয়েছে মেলাঘরের নিরমহলও।বিদেশী প্রতিনিধিদের সামনে নিরমহলকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে বুধবার মেলাঘর পুর পরিষদের কনফারেন্স হলে এই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় ।এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মণ,সোনামুড়া মহকুমা শাসক মানিক লাল দাস,G-20-র চেয়ারম্যান অভিষেক চন্দ্র,বেম্বু মিশনের অধিকর্তা বিশ্বশ্রী বি প্রমুখ।এই বৈঠকে নিরমহলকে সাজিয়ে তোলার ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।বৈঠক শেষে বিধায়ক কিশোর বর্মণ এই কথা জানান।
এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়,নিরমহলে লাইট এন্ড সাউন্ড শো পুনরায় চালু করা হবে।ভেতরের বাগান ও নিরমহলের সৌন্দর্যায়ন বৃদ্ধি করা হবে।নিরমহল থেকে মেলাঘরের মূল সড়ক পর্যন্ত রাস্তাটি সঙস্কার করা হবে।অর্থাৎ,জি-20 সামিট উপলক্ষ্যে নব সাজে সেজে উঠবে নিরমহল।