জিবি থেকে বনিক্য চৌমুহনী সড়কে গাড়ি চালাতে পারছেন না অটো চালকরা। তাই প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে নন্দন নগর পালপাড়া এলাকায় রাস্তা অবরোধ করেন এই চালকরা। যান চালকদের অভিযোগের তীর বাজার কমিটির সম্পাদকের বিরুদ্ধে। রাস্তা অবরোধে সাধারন মানুষের দুর্ভোগের অন্তঃ ছিল না।
বনিক্য চৌমুহনী থেকে জিবি বাজার সড়কের অটো গুলিকে বনিক্য চৌমুহনীতে যেতে দিচ্ছে না এলাকার অটো চালকরা। অন্যান্য সড়কের অটো চালকরা এই রাস্তায় অটো চালাবে বলে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ।আর এই অটো চাল্কদের পেছনে মদত দিচ্ছেন বনিক্য চৌমুহনী বাজারের সম্পাদক স্বপন দেবনাথ এই অভিযোগ অটো চালকদের। গত দুই তিন দিন ধরে পরিবহণ দফতরের বৈধ পারমিট থাকা সত্ত্বেও বনিক্য চৌমুহনী থেকে জিবি বাজার সড়কে অটো নিয়ে যেতে পারছেন না চালকরা। তাদেরকে খয়ের পুর গেলে এবং বনিক্যা চৌমুহনী গেলে মারধোর করা হবে বলে হুমকি দিচ্ছে। এই পরিস্থিতিতে এক প্রকার বাধ্য হয়েই সোমবার নন্দন নগর পালপাড়া এলাকায় রাস্তা অবরোধ করেন অটো চালকরা। তাদের অভিযোগ বনিক্য চৌমুহনী বাজারের সেক্রেটারি স্বপন দেবনাথ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তাদেরকে এই রুটে যাতে অটো চালাতে না পারে তাই এই চালকদের উপর আক্রমণ করছে। দুই দিন ধরে গাড়ি চালাতে পারছেন না অটো চালকরা। তাদের পেটে লাথি পড়েছে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এক প্রকার বাধ্য হয়েই সোমবার রাস্তা অবরোধ করলেন চালকরা।
বাইট ২ ০১ঃ১২ থেকে ০২ঃ০৩ মিনিট
এই বিষয়ে আরেক অটো চালক জানিয়েছেন ২০০৬ সাল থেকে বনিক্য চৌমুহনী থেকে জিবি পর্যন্ত সড়কে অটো চালিয়ে যাচ্ছেন তারা। এত দিন তাদের কোন অসুবিধা হয়নি। তিনি অভিযোগ করেন বনিক্য চৌমুহনী বাজার কমিটির সম্পাদক তাদেরকে এই সড়কে অটো চলাচলে বাধা দিচ্ছেন। তিনি বনিক্য চৌমুহনী এলাকার যুবকদের লেলিয়ে দিচ্ছে। অন্য রোডের অটো চালকদের এই রোডে গাড়ি চালাতে বলেছেন বলেও অভিযোগ করেছেন অটো চালক।
বাইট ১ ০০ থেকে ৪০ সেকেন্ড
এফভিও/ এদিকে নন্দন নগর পালপাড়া এলাকায় অটো চালকদের রাস্তা অবোধের ফলে দীর্ঘ সময় এই রাস্তায় কোন যান বাহন চলাচল করতে পারেনি। ফলে নিত্য যাত্রিদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। যদিও পরে প্রশাসনের কর্তাদের হস্তক্ষেপে রাস্তা অবরোধ মুক্ত করেন অটো চালকরা।