পানীয় জলের দাবিতে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ। আমবাসা ব্লকের রায়পাশা এলাকার নাগরিকরা সড়ক অবরোধ করেন। পরে ডি সি এমের প্রতিশ্রুতি পেয়ে রাস্তা অবরোধ মুক্ত হয়। জাতীয় সড়ক অবরোধে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
জলের জন্য আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করলেন আমবাসা ব্লকের রায়পাশা এলাকার নাগরিকরা। বিগত চার দিন ধরে এলাকায় পানীয় জল নেই। রায়পাশা এলাকার পাম্প অপারেটর জল বন্ধ করে রেখেছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। বিগত এক বছর ধরে পাম্প অপারেটর বেতন পাচ্ছেন না। তাই জল বন্ধ করে রাখা হয়েছে। বিগত চার দিন ধরে জল না পেয়ে বাধ্য হয়ে রায়পাশা এলাকার লোকজন বুধবার আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন।
আমবাসা সিআরপিএফ ক্যাম্পের সামনে আসাম আগরতলা জাতীয় সড়ক ও অবরোধে বসে এলাকার লোকজন।রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ। ছুটে আসে ডিসিএম। কথা বলেন এলাকাবাসীদের সাথে। দীর্ঘক্ষণ আলোচনার পর ডিসিএম এর আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ মুক্ত হয়।