কাশ্মীরে ৩৭০ ধারা রদ হওয়ার পর থেকেই সেখানে সন্ত্রাস ছড়ানোর মরিয়া চেষ্টা করছে পাকিস্তান। ভারতীয় সেনার সাথে সরাসরি সংঘাতে না গিয়ে জঙ্গিদের মদতে ছায়াযুদ্ধ চালাচ্ছে পাকিস্তান। এই পরিস্থিতিতে ভারতও সন্ত্রাস দমনে সেনা অভিযান তীব্র করেছে।বুধবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষ বাঁধে কাসবায়ার এলাকায় ।জইশ জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় সেনাবাহিনী। সেইমতো এদিন জঙ্গিদের গোপন ডেরা ঘিরে ফেলে সেনাবাহিনী। জওয়ানদের উপস্থিতি জানতে পেরে গুলি চালাতে শুরু করে জেহাদিরা। বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর মৃত্যু হয় দুই জঙ্গির।উল্লেখ্য, কয়েকদিন আগেই শ্রীনগরের রামবাগে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে তিন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়। কাশ্মীরি পণ্ডিতদের হত্যার নেপথ্যে ছিল ওই জঙ্গিরা।
তাছাড়া,এর কয়েকদিন আগেই পুলওয়ামায় সেনার সঙ্গে এনকাউন্টারে নিহত হয় জইশ-ই-মহম্মদের কুখ্যাত জঙ্গি মহম্মদ ইসমাইল আলভি।গত জুন মাসে কাশ্মীরে লস্করের কমান্ডার নাদিম আবরার-সহ দুই জঙ্গিকে নিকেশ করে সেনাবাহিনী। কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাহিনীর উপর হামলা ও হত্যার একাধিক ঘটনায় জড়িত ছিল এই কুখ্যাত জঙ্গি। তার আগে গত মে মাসে অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয় সন্ত্রাসবাদীদের। ওই সংঘর্ষে তিন জঙ্গি নিহত হয়। সব মিলিয়ে কাশ্মীর উপত্যকায় পাকিস্তানের মদতপুস্ট জঙ্গিদের কোমর ভেঙে সন্ত্রাসের শিকড় সমূলে উৎপাটিত করতে বদ্ধপরিকর ভারতীয় সেনাবাহিনী।