চিকিৎসায় গাফিলতির কারণে রোগীর মৃত্যুর অভিযোগ এসেছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবির বিরুদ্ধে। চিকিৎসায় গাফিলতির কারণে ছেলে মেয়েদের সামনেই প্রাণ হারালেন এক রোগী। ঘটনা শনিবার সকালে। এই ঘটনার সুবিচার চাইছেন রোগীর আত্মীয়রা।
চিকিৎসায় গাফিলতির অভিযোগে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন আই জি এম হাসপাতালের স্ত্রীও প্রসূতি বিভাগের প্রধান দাক্তার দিলিপ কুমার দাস। শুক্রবার তাকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক। এই ঘটনার রেশ এখনও কাটেনি। এর ই মধ্যে শনিবার রাজধানীর প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসায় গাফিলতির কারণে রোগীর মৃত্যুর অভিযোগ তুলেন রোগীর আত্মীয়রা। শনিবার সকালে মেডিসিন বিভাগের বি ব্লকে মৃত্যু হয়েছে মেলাঘরের বাসিন্দা বিমল
লস্কর। হাসপাতালে চিকিৎসক না থাকার কারণে এবং অক্সিজেনের অভাবে ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তার পুত্র।
যে সব চিকিৎসক এবং নার্সের কর্তব্যে গাফিলতির কারণে বিমল লস্কর প্রাণ হারিয়েছেন তাদের শাস্তির দাবি জানিয়েছেন মৃত ব্যক্তির কন্যা।
বিমল লস্করের মৃত্যুর পরেই জিবি হাসপাতালের বি ব্লকের পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে উঠে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।