চাকুরিতে পুনর্বহালের দাবিতে ৩ জানুয়ারি মহাকরণ অভিযানে যাবেন ক্ষতিগ্রস্ত ১০৩২৩ শিক্ষকরা। মুখ্যমন্ত্রীর কাছে সরকারের সিদ্ধান্তের জবাব চাইতেই মহাকরণ অভিযান। শনিবার আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে একথা বললেন ক্ষতিগ্রস্ত শিক্ষকরা।
চাকুরিতে পুনর্বহালের দাবিতে ৩ জানুয়ারি মহাকরণ অভিযানে যাবেন ক্ষতিগ্রস্ত ১০৩২৩ শিক্ষকরা। মুখ্যমন্ত্রীর কাছে সরকারের সিদ্ধান্তের জবাব চাইতেই মহাকরণ অভিযান। শনিবার আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে একথা বললেন ক্ষতিগ্রস্ত শিক্ষকরা।
সুপ্রিম কোর্টের রায়ের কোথাও বলা হয়নি ১০৩২৩ জন শিক্ষকদের চাকুরি থেকে বিতারিত করতে হবে। কারণ তন্ময় নাথ বনাম ত্রিপুরা সরকার এই মামলায় মাত্র ৪৬২ জনের বিরুদ্ধে ব্যক্তি গত নামে মামলা হয়েছে। এই মামলায় মাত্র ৪৫ জন শিক্ষকের চাকুরি চ্যালেঞ্জ হয়েছে আদালতে।সুপ্রিম কোর্ট রাজ্যের শিক্ষা দপ্তরকে নির্দেশ দেয়নি এই শিক্ষকদের চাকুরি থেকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। অথচ নানা কৌশল অবলম্বন করে শিক্ষা দপ্তরের আধিকারিকরা ১০৩২৩ শিক্ষকদের চাকুরি থেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। বর্তমানে চাকুরি হারিয়ে রাস্তায় বসে রয়েছেন এই শিক্ষকরা। তবু তাদের আশা রাজ্য সরকার তাদেরকে বাঁচার একটা ব্যবস্থা করবে। তাই চাকুরিতে পুনর্বহালের দাবিতে ৩ জানুয়ারি মহাকরণ অভিযানে যাবেন ক্ষতিগ্রস্ত ১০৩২৩ শিক্ষকরা। মুখ্যমন্ত্রীর কাছে সরকারের সিদ্ধান্তের জবাব চাইতেই মহাকরণ অভিযান। শনিবার আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন ক্ষতিগ্রস্ত শিক্ষক বিজয় কৃষ্ণ সাহা।
সাংবাদিক সম্মেলনে ক্ষতিগ্রস্ত শিক্ষক বিজয় কৃষ্ণ সাহা বলেন, সচিবালয়ে মুখ্যমন্ত্রীর চেম্বারে ডেকে নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ক্ষতিগ্রস্ত ১০৩২৩ জন শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন। পরবর্তী সময়ে আইন বিশেষজ্ঞ দের নিয়ে এই বিষয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবেন বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর তরফে কোন ধরনের বার্তা আসেনি। তাই এক প্রকার বাধ্য হয়েই ৩ জানুয়ারি মহাকরণ অভিযানে যাবেন ক্ষতিগ্রস্ত শিক্ষকরা। বিজয় কৃষ্ণ সাহা আরও অভিযোগ করেন, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ভিশন ডকুমেন্টে প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েই ১০৩২৩ শিক্ষকদের সমস্যার সমাধান করা হবে। সংসদে আইন পাশ করে, প্রয়োজনে আইন সংশোধন করে ১০৩২৩ এর সমস্যার সমাধান করা হবে। কিন্তু সরকারের পাঁচ বছর অতিক্রান্ত হতে চলেছে এখনও ১০৩২৩ শিক্ষকদের সমস্যার সমাধান হয়নি।
৩ জানুয়ারি ক্ষতিগ্রস্ত শিক্ষকদের পরিবারের সদস্য সদস্যারাও অংশ গ্রহণ করবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত শিক্ষকরা।