রুশ ইউক্রেন যুদ্ধের কারণে আপাতত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি বন্ধ রয়েছে। অপরদিকে ভারত সফররত রুশ বিদেশ মন্ত্রী ভারতকে সস্তায় আরো অপরিশোধিত তেল সরবরাহের আশ্বাস দিয়েছেন। কিন্তু এরপরও দেশের বাজারে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি জারি রয়েছে। গত 12 দিনে দশবার মূল্য বৃদ্ধি হয়েছে পেট্রোপণ্যের। পেট্রোপণ্যের সাম্প্রতিক বৃদ্ধির ফলে শনিবার রাজ্যে পেট্রোলের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে 105 টাকা 41 পয়সা প্রতি লিটার। ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে লিটারপ্রতি 92 টাকা 52 পয়সা। এদিকে পেট্রোপণ্যের
মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে শনিবার কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেসের কর্মী সমর্থকরা।
গোটা দেশে বেড়েই চলছে পেট্রোপণ্যের মূল্য। শনিবার ও বাড়ল পেট্রোপণ্যের মূল্য। এই নিয়ে গত 12 দিনে দশবার বৃদ্ধি পেয়েছে পেট্রোল এবং ডিজেলের দাম। এই মূল্যবৃদ্ধির ছোঁয়া লেগেছে ত্রিপুরাতেও। শনিবার রাজ্যে পেট্রোলের দাম বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে লিটারপ্রতি 105 টাকা 41 পয়সা ।ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়ে হয়েছে লিটার প্রতি 92 টাকা 52 পয়সা। এদিন, রাজধানীর এক পেট্রলপাম্পের কর্মরত শ্রমিক জানান, প্রতিদিন 50 থেকে 60 পয়সা করে বৃদ্ধি পাচ্ছে পেট্রোল এবং ডিজেলের মূল্য।