গত বিধানসভার চেয়ে অধিক আসন নিয়ে ফের ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে বিজেপি। উপনির্বাচনের চেয়ে অধিক ভোটের ব্যাবধানে বড়দোয়ালী কেন্দ্রে জয়ী হবেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী। বুধবার দলীয় কর্মীদের একটি বৈঠকে একথা বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
বৃহস্পতিবার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। একই সঙ্গে ঘোষণা হবে মেঘালয় এবং নাগা ল্যান্ডের ভোটের ফল। তিন রাজ্যের নির্বাচনী ফলাফলের দিকে তাকিয়ে দেশের মানুষ। ২০২৪ সালে হবে দেশের লোকসভা নির্বাচন। স্বভাবতই লোকসভা নির্বাচনের আগে তিন রাজ্যের ভোটের ফলাফল রাজনৈতিক দলগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ লোকসভা নির্বাচনে কিছুটা হলেও প্রভাব ফেলবে তিন রাজ্যের ভোটের ফল। ত্রিপুরা ক্ষুদ্র রাজ্য হলেও গোটা দেশের রাজনীতিতে এই রাজ্যের নির্বাচনী ফলাফল ব্যাপক প্রভাব ফেলবে তাতে কোন সন্দেহ নেই। রাজ্যের মানুষ যেমন অধীর আগ্রহে অপেক্ষা করছেন বৃহস্পতিবার দিনটির জন্য, তেমনি গোটা দেশের মানুষও। মুখে সব দলের নেতৃত্ব নির্বাচনে জয়ী হবেন বলে বুলি আওড়ালেও দুশ্চিন্তা যেন কাউকেই পিছু ছাড়ছেনা। অনেকেই খাওয়া নাওয়া একেবারে বন্ধ করে দিয়েছেন। তবে বৃহস্পতিবার দুপুরের মধ্যেই তিন রাজ্যের গণদেবতার রায় ঘোষণা হবে।
এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের সর্বত্র যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এর জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবার রাজধানীর রেড ক্রস সোসাইটিতে বড় দোয়ালী কেন্দ্রের বিজেপি কর্মীদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। বৈঠকের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখী হয়ে মুখ্যমন্ত্রী বলেন গত বিধানসভার চেয়ে অধিক আসন নিয়ে ফের ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে বিজেপি। উপনির্বাচনের চেয়ে অধিক ভোটের ব্যাবধানে বড়দোয়ালী কেন্দ্রে জয়ী হবেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী।
মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, নির্বাচনে জয়, পরাজয় অবশ্যই আছে। এবারের বিধানসভা নির্বাচনের মত রাজ্যে অতীতে ভোট হয়নি। গণদেবতা নিজেদের ইচ্ছা মত প্রার্থীকে ভোট দিয়েছেন। তাই জয়ের পর রাজ্যের সর্বত্র শান্তি পূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দলীয় কর্মীদের কোন ধরনের প্ররোচনার ফাঁদে পা না দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
বৈঠকে উপস্থিত ছিলেন বড়দোয়ালী কেন্দ্রের সমস্ত বুথ সভাপতি, শক্তি কেন্দ্রের ইনচার্জ, মণ্ডল সভাপতি, সদর জেলা সভাপতি সহ এই কেন্দ্রের বিজেপির কর্পোরেটররা।