চাকরি ফিরে পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার দাবিতে প্যারাডাইজ চৌমুহনীতে খোলা আকাশের নিচে রাত কাটালেন ক্ষতিগ্রস্ত ১০,৩২৩ শিক্ষকদের যৌথ মঞ্চের সদস্য্য সদস্য্যারা।মুখ্যমন্ত্রীর সারা পাওয়ার আশায় বুধবার বিকেল ৪টা পর্যন্ত এভাবেই রাস্তার কিনারে বসে থাকার সিদ্ধান্ত নেন তরা।মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ না পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান ক্ষতিগ্রস্ত ১০,৩২৩ শিক্ষকদের যৌথ মঞ্চ।
চাকরি ফিরে পাওয়ার দাবিতে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য সময় চান ক্ষতিগ্রস্ত ১০,৩২৩ শিক্ষকদের যৌথ মঞ্চ।কিন্তু দের মাস ধরে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার সময়ই পাচ্ছেন না তারা।এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মহাকরণ অভিযান করে যৌথ মঞ্চ।কিন্তু এই ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ না পেয়ে তারা মিছিল করে প্যারাডাইজ চৌমুহনীর সামনে এসে রাস্তার ধারে ধর্না য় বসেন।১০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সারা রাত তারা খোলা আকাশের নীচেই বসে থাকেন।বুধবার সকালে সাঙবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত ১০,৩২৩ শিক্ষকদের যৌথ মঞ্চের সদস্য্যরা।এদিন এক সদস্য জানান, মুখ্যমন্ত্রী আমার এবং আমার রাজ্যের, উনার বেতন হয় আমার টেক্সের টাকা য়।আর আমি উনার সাথে দেখা করতে পারবনা তা হতে পারেনা।
এদিন যৌথ মঞ্চের এক নেতৃত্ব জানান, বুধবারের মধ্যে্ মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার সময় না পাওয়া গেলে পরবর্তী সময়ে তারা সবাই মিলে আলোচনার মাঝ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করবেন।
প্যারাডাইজ চৌমুহনীর ধর্না কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের বেশ কয়েকজন বৃদ্ধ অভিভাবকরাও যোগ দেন।তারাও খোলা আকাশের নীচে একই দাবিতে রাত কাটান।অভিভাবকদেরও দাবি, মুখ্যমন্ত্রী তাদের কথা শুনে তাদের ফের বিদ্যালয়মুখী করার ব্যবস্হা করুক।এই ঘটনায় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।