জাম্পুইজলা আর ডি ব্লকের যুগল কিশোর নগর গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া এলাকার নিত্যান্ত গরিব বৃদ্ধা নিয়তি সরকারের বিগত দশ মাস যাবত বৃদ্ধ ভাতা বন্ধ হয়েছিল বিগত দশ মাস যাবত। মানবিক দিক থেকে স্পর্শ কাতর এই সংবাদটি গত পয়লা ডিসেম্বর ফলাও করে পরিবেশিত হয়েছিল নিউজ ভ্যানগার্ড এর পর্দায়।
নিউজ ভ্যানগার্ড এর পর্দায় এই খবর পরিবেশিত হওয়ার পরেই দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় সংশ্লিষ্ট দপ্তরে ।নড়েচড়ে বসে সিপাহীজলা জেলা প্রশাসন। অবশেষে শুক্রবার সন্ধ্যায় সিপাহীজলা জেলাশাসকের নির্দেশে জাম্পুইজলা আর ডি ব্লকের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছুটে আসেন দীর্ঘ দশ মাস যাবত বৃদ্ধ ভাতা থেকে বঞ্চিতা বৃদ্ধা নিয়তি সরকারের বাড়িতে। এবং বৃদ্ধার হাতে বকেয়া ভাতা বাবদ 12 হাজার টাকার চেক তুলে দেন ।দীর্ঘ 10 মাস পর বকেয়া ভাতার টাকা হাতে পেয়ে স্বাভাবিকভাবেই হাসির ঝলক দেখা গেল বৃদ্ধার চোখেমুখে।
দীর্ঘ 10 মাস পর ভাতার সর্বমোট বকেয়া টাকা হাতে পেয়ে বৃদ্ধা নিয়তি সরকারের পাশাপাশি তার পরিবারের অন্যান্য সদস্যরাও উল্লসিত। সেইসাথে নিউজ ভ্যানগার্ডকে জানালেন আন্তরিক ধন্যবাদ। নিউজ ভ্যানগার্ড তার পথ চলার প্রথম দিন থেকেই সামাজিক দায়বদ্ধতার দায় হাতে তুলে নিয়ে নিজেদের সীমাবদ্ধ অবস্থানের মধ্য থেকে কাজ করে চলেছে। এবং আগামী দিনেও এই দায়বদ্ধতার আঙ্গিকে কাজ করে যাবে।