কাশ্মীর প্রিমিয়ার লীগের খেলোয়াড় এবং প্রোমোটাররা লিজেন্ডস লীগ টি-২০ খেলতে ভারতে আসছেন। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীও এ বিষয়ে সমর্থন করেছেন। উল্লেখ্য, লিজেন্ডস লিগ ক্রিকেট টি-২০ চলতি বছরের জানুয়ারিতে ওমানে অনুষ্ঠিত হয়েছিল। যেখানে তিনটি দল – ভারত, অবশিষ্ট এশিয়া এবং অবশিষ্ট বিশ্ব অংশ নিয়েছিল। লিগ সম্প্রতি ঘোষণা করেছে যে টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণ ভারতের ছয়টি শহরে অনুষ্ঠিত হবে। লীগ বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীকেও তাদের অন্যতম আইকন হিসেবে ঘোষণা দিয়েছে।
শোয়েব আখতার, মিসবাহ-উল হক, সাহীদ আফ্রিদি এবং এশিয়া এবং বিশ্ব একাদশ দল নিয়ে গঠিত আরও বেশ কয়েকজন সহ পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের একটি দীর্ঘ তালিকা রয়েছে এই দলে। বিষয়টি নিয়ে কিছুটা কূটনীতিক বিতর্ক রয়েছে বৈকি। এটা ঠিক যে পাকিস্তানের প্রাক্তন এবং বর্তমান প্রচুর সংখ্যক ক্রিকেটার কাশ্মীর প্রিমিয়ার লিগকে সমর্থন করছেন। পক্ষান্তরে ভারত সরকার এবং বিসিসিআই কাশ্মীর প্রিমিয়ার লিগকে উৎসাহিত করতে নারাজ। পরবর্তী সময়ে খেলোয়ারদের অন্যত্র খেলার ব্যাপারে নিষেধাজ্ঞাও আসতে পারে। বলা বাহুল্য, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী আবার পারস্পরিক মেলবন্ধনে খেলাটাকে সার্থক রূপ দিতে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। তারকা ক্রিকেটারদের খেলা দেখতে ক্রিকেটপ্রেমীরা সব সময় মুখিয়ে থাকেন। লিজেন্ডস প্রিমিয়ার লিগও এখন সময়ের অপেক্ষায়।
ক্রিকেট জগতের এক বৈচিত্র্যময় খবর
Leave a comment